শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:৩৮ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে আরও ৬ মাস থাকতে চান বলসোনারো, ট্যুরিস্ট ভিসার আবেদন 

রাশিদুল ইসলাম: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকার জন্য ছয় মাসের পর্যটক ভিসার জন্য আবেদন করেছেন। সোমবার বলসোনারোর আইনজীবীর এক ইমেইল বিবৃতিতে এ কথা জানিয়েছেন। বলসোনারোকে দেওয়া যেকোনো ভিসা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্র সরকারের ওপর যখন চাপ জোরালো হচ্ছে, তখনই এমন আবেদন করা হলো। সিএনএন

বলসোনারোর আইনজীবী ফেলিপ আলেক্সান্দ্রে বলেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের আবেদনপত্রটি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, আবেদনটি নিয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকবেন। তিনি (বলসোনারো) কিছুটা সময় বিরতি নেবেন, মাথা ঠান্ডা রাখবেন এবং কয়েক মাস যুক্তরাষ্ট্রে পর্যটক হিসেবে থাকবেন। এরপর তিনি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

আলেক্সান্দ্রে আরও বলেন, তিনি (বলসোনারো) ছয় মাস সময় পুরোপুরি ব্যবহার করবেন কি না, তা তার ওপর নির্ভর করছে। তিনি তার পরিকল্পনা ঠিক করলে আমরা সে অনুযায়ীই কৌশল নির্ধারণ করব। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, বলসোনারো একটি পর্যটক ভিসার জন্য আবেদন করেছেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, মার্কিন আইনের আওতায় ভিসা রেকর্ডগুলো খুব গোপনীয়। তিনি আরও বলেন, ব্যক্তিগত ভিসা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিস্তারিত আলোচনা করতে পারে না।

ব্রাজিলে গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভা জয় পান। ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে বলসোনারোর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর দুই দিন আগেই তিনি ফ্লোরিডায় পাড়ি জমান। এর পর লুলা দা সিলভা দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজয় মেনে নিতে পারেননি বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা। তাদের অভিযোগ, কারচুপির মাধ্যমে বলসোনারোকে হারানো হয়েছে। এ জন্য তারা সামরিক বাহিনীর ‘হস্তক্ষেপ’ চেয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত রোববার ব্রাজিলের পার্লামেন্ট ভবন কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ভবনসহ বিভিন্ন সরকারি দপ্তরে তাণ্ডব চালান বলসোনারোর সমর্থকেরা। এ ঘটনায় দেশে-বিদেশে কড়া সমালোচনার মুখে পড়েন ডানপন্থী সাবেক এই প্রেসিডেন্ট।

বলসোনারো গণতন্ত্রবিরোধী বিক্ষোভ উসকে দিয়েছিলেন কি না, তা জানতে তদন্ত শুরুর ব্যাপারে ব্রাজিলের সুপ্রিম কোর্ট সম্মতি জানিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪১ জন সদস্য বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে ব্রাজিলের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বারবারই বলে আসছে, তাদের নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট ভিসা মামলা নিয়ে কথা বলার সুযোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়