শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০২:৩৩ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ৩৩টি উপনির্বাচনি আসনে প্রার্থী হবেন ইমরান খান

শাহ মাহমুদ কোরেইশী

ইমরুল শাহেদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ন্যাশনাল অ্যাসেম্বলির উপনির্বাচনের ৩৩টি আসনে প্রার্থী হবেন। পিটিআই দল থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতো আসনে প্রার্থী হওয়ার ঘটনা পাকিস্তানের ইতিহাসে এটাই হবে প্রথম। জিওটিভি

দলের কোর কমিটির বৈঠক শেষে লাহোরে রোববার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেইশী বলেন, ইমরান খান পিটিআইয়ের পক্ষ থেকে পার্লামেন্টের এমপি ও এমএনএর শূন্য আসনগুলোতে একাই প্রার্থী হবে।

এসব আসনের যদি বেশির ভাগে ইমরান খান জয়ী হন তাহলে সেটার মাধ্যমে প্রথমত ক্ষমতাসীন জোট সরকারের উপর বড় ধরনের চাপ তৈরি হবে এবং পাশাপাশি পিটিআই দলের জনপ্রিয়তাও যাচাই হবে। এতে বর্তমান সরকারের জনপ্রিয়তাও যাচাই হবে, যা এখন নিম্নমুখী। তার প্রভাব পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের নির্বাচনের উপরও প্রভাব ফেলবে। এই নির্বাচন আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। 

মুদ্রাস্ফিতির কারণে সরকার এমনিতেই জনগণের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকেও এ ব্যাপারে কোনো আশ্বাস পাওয়া যায়নি। 

পার্লামেন্টের স্পিকার রাজা পারভেইজ আশরাফ পিটিআই পার্লামেন্ট সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করার পর ন্যাশনাল অ্যাসেম্বলির বেশ কয়েকটি আসন শূন্য হয়ে পড়েছে। আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশীদের আসনটিও শূন্য। 

গত বছর এপ্রিল মাসে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পিটিআইয়ের পার্লামেন্ট সদস্যরা স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার মধ্যে গত জুলাই মাসে মাত্র ১১টি পদত্যাগপত্র গৃহীত হয়। কিন্তু পিটিআই যখন পার্লামেন্টে ফেরার চেষ্টা করছিল, তখন স্পিকার অন্যান্য পদত্যাগপত্রগুলো গ্রহণ করতে শুরু করেন। তিনি কয়েকদিনের মধ্যে ১১৩টি পদত্যাগপত্রই গ্রহণ করেন। এর মধ্যে ইমরান খানের প্রার্থিতা ঘোষিত ৩৩টি আসনও রয়েছে। 

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়