শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:০৪ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালাকোট ঘটনার পর পাকিস্তান-ভারত পরমাণু যুদ্ধের প্রায় মুখোমুখি হয়েছিল: পম্পেও

মাইক পম্পেও

ইমরুল শাহেদ: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার প্রকাশিত একটি বইতে লিখেছেন, ২০১৯ সালে বালাকোট ঘটনার পর পাকিস্তান ও ভারত পরমাণু যুদ্ধের কাছাকাছি চলে এসেছিল, যা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে আর বাড়েনি। জিওটিভি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উর্ধ্বতন কূটনীতিক এবং সিআইয়ের সাবেক প্রধান ও হয়তো আগামী দিনের প্রেসিডেন্ট প্রার্থী মাইক পম্পেও তার সময় নিয়ে লেখা স্মৃতিকথা ‘নেভার গিভ এন ইঞ্চ’ বইতে লিখেছেন, ‘বিশ্ব হয়তো আজো জানেন না যে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান ও ভারত পরমাণু যুদ্ধের কতোটা কাছাকাছি ছিল।’

২০১৯ সালের ফেব্রুয়ারি ভারত অধিকৃত কাশ্মীরের বালাকোটে এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের ৪১ জন আধাসামরিক সদস্য নিহত হয়েছিল। তাতে ক্ষুব্ধ হয়ে ভারত বালাকোট সীমান্তে জঙ্গি আস্তানা ধ্বংস করে দেওয়ার অজুহাতে পাকিস্তানের ভূখন্ডে বিমান হামলা চালায়। তাতেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। জবাবে পাকিস্তানের ভেতরে প্রবেশ করা ভারতের একটি যুদ্ধবিমান ধ্বংস করা হয় এবং আটক করা হয় পাইলটকে।

এসময় পম্পেও ছিলেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। সেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ও ট্রাম্পের মধ্যে বৈঠক ছিল। তিনি ঘুমিয়ে ছিলেন। একজন ভারতীয় কর্মকর্তার ফোন কলে তার ঘুম ভাঙ্গে। পম্পেও লিখেছেন, ‘আমার মনে হচ্ছিল পাকিস্তান ভারতে পরমাণু আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ভারত আমাকে জানালো তারাও সেভাবে প্রস্তুতি নিচ্ছে।’

পম্পেও তাকে বলেন, ‘আপনারা এসব কিছুই করবেন না। আমাকে কয়েক মিনিট সময় দিন। আমি বিষয়টা দেখছি।’ তিনি বলেছেন, দু’পক্ষকে বুঝিয়ে তিনি পরমাণু যুদ্ধ থেকে বিরত করেছেন। পম্পেও লিখেছেন, ‘সেদিন রাতে একটা ভয়াবহ চরম বিপর্যয় এড়াতে আমরা যা করেছি, সেটা করা আর কোনো দেশের পক্ষে সম্ভব নয়।’

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়