শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৫:৫১ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

খালিদ আহমেদ: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী। দ্য ওয়াশিংটন পোস্ট

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও জানায়, গত মঙ্গলবার কিশিশ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। একটি স্থানীয় বেসামরিক সংগঠন জানায়, হামলার পরে এখনো অনেক বেসামরিক মানুষ নিখোঁজ রয়েছেন।

এ হামলার জন্য রুয়ান্ডার প্রতিরক্ষা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী এম২৩-কে দায়ী করেছে কঙ্গোর সামরিক বাহিনী। এ ছাড়া কঙ্গো দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের সমর্থন করার জন্য রুয়ান্ডাকে অভিযুক্ত করে আসছে। তবে এ অভিযোগ অস্বীকার করছে রুয়ান্ডা। এ হামলার সঙ্গে এম২৩-এর জড়িত থাকার কথাও অস্বীকার করেছেন এর রাজনৈতিক মুখপাত্র লরেন্স কানিউকা।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সিলভাইন একেনজে বোমুসা ইফোমি বিবৃতিতে বলেন, এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী সব হামলার জবাব এবং কঙ্গোর জনগণকে রক্ষা করায় সম্ভাব্য সবকিছু করতে বাধ্য।

কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়