শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৯:১১ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কেজরিওয়াল সারা ভারতে মুসলমানদের বদনাম করেছেন’: ওয়াইসি

অরবিন্দ কেওয়াল-আসাদউদ্দিন ওয়াইসি

রাশিদুল ইসলাম: ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ‘আম আদমি পার্টি’র প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন কেজরিওয়াল সারা ভারতে মুসলমানদের বদনাম করেছেন। তিনি রোববার ওই মন্তব্য করেন। পারসটুডে

ওয়াইসি কেজরিওয়ালকে নিশানা করে বলেন,  ‘এই ব্যক্তি সারা ভারতে মুসলমানদের বদনাম করেছেন। ভারতে যখন কোভিড শুরু হয়েছিল তখন থেকে তিনি প্রথম মুসলমানদের বদনাম করার কাজটি করেছিলেন। তাবলিগ জামাতের বদনাম করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে যখন গোলযোগ হয়েছিল সেখানে বুলডোজার চালানো হয়েছিল।  

ওয়াইসি বলেন, মোদিজি টুপি পরেন না এবং কেজরিওয়াল যার সাথে দেখা করেন তাকে টুপি পরান। তিনি বলেন, বিলকিস বানো ইস্যুতে কেজরিওয়াল মুখ খোলেন  না। ‘অভিন্ন দেওয়ানি বিধি’ নিয়ে কিছু বলেন না। কেজরিওয়ালই কোভিডের প্রথম ঢেউয়ের সময় তাবলিগী জামাতকে ‘সুপার স্প্রেডার’ বলেছিলেন। বিষয়টি যখন হাইকোর্টে গিয়েছিল, আদালত তার মিথ্যা প্রমাণ করে দিয়েছে।  

বিজেপিকে নিশানা করে ওয়াইসি বলেন, ‘বিলকিস বানোর দোষীদের কেন ছেড়ে দেওয়া হল? যিনি বিলকিস বানোর ধর্ষকদের সংস্কারী বলেছেন তাকে টিকিট দেওয়া হয়েছে। নরোদা পটিয়ার মুসলিম হত্যাকারী মোদির জন্য ভোট চাচ্ছে। একে ওরা উচিত শিক্ষা বলছে!’ 

২০০২ সালে ভয়াবহ গুজরাট দাঙ্গার সময়ে পাঁচমাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে  গণধর্ষণকারী ১১ জন আসামীকে গত ১৫ আগস্ট মুক্তি দেওয়া হয়। বিলকিসের ধর্ষকরা ছাড়া পেলে জেলের বাইরে তাদের ফুল এবং মালা দিয়ে বরণ করা হয়। ভয়াবহ ওই ঘটনায় সে সময়ে বিলকিসের তিন বছরের শিশুকন্যাসহ পরিবারের সাতজনকে তার চোখের সামনেই খুন করা হয়। গণধর্ষণকারী ১১ জন আসামীকে সম্প্রতি এভাবে জেল থেকে মুক্তি দেওয়ায় বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি। ওয়াইসি এই প্রথমবার গুজরাট বিধানসভা নির্বাচনে মাঠে  নেমেছেন। গুজরাটে মুসলিম জনসংখ্যার কমপক্ষে ৯ শতাংশ। বিজেপি এখানে একজন মুসলিমকেও টিকিট দেয়নি। ১৮২টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস কেবল ৬টি এবং আম আদমি পার্টি মাত্র ২ জনকে টিকিট দিয়েছে। অন্যদিকে, ওয়াইসির ‘মিম’ দলে মাত্র ১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৮২ আসন সমন্বিত গুজরাটে আগামী ১ ও ৫ ডিসেম্বর রাজ্যটিতে দুই পর্বে ভোটগ্রহণ করা হবে। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়