শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১১:৩১ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে জোড়া হামলায় পুলিশকর্মীসহ নিহত ২, আহত ১ সিআরপিএফ জওয়ান

রাশিদুল ইসলাম: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় অজ্ঞাত গেরিলা হামলায় একজন পুলিশ সদস্য নিহত এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর এক জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, আজ সোপিয়ানে গেরিলাদের ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নাসির আহমেদ ভাট নামে একজন গেরিলা নিহত হয়েছে। পারসটুডে
জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, রোববার সন্ত্রাসীরা পুলওয়ামার পিঙ্গলানাতে সিআরপিএফ এবং পুলিশের যৌথ তল্লাশি টিমের উপর গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকাটি ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে এটি ছিল দ্বিতীয় গেরিলা হামলা। দক্ষিণ কাশ্মীরের  পুলওয়ামায় হামলার কয়েক ঘণ্টা আগে সোপিয়ানে গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক গেরিলা নিহত হয়। নিহত গেরিলার নাম নাসির আহমেদ ভাট, যিনি নওপোরা বসকুচানের বাসিন্দা।

পুলিশ বলছে, নিহত সন্ত্রাসী লস্কর-ই-তৈয়্যেবার সাথে যুক্ত ছিল৷ জম্মু-কাশ্মীর পুলিশের এডিজিপি বলেন, নিহত লস্কর সন্ত্রাসীর কাছ থেকে গোলাবারুদ, পিস্তল, একে রাইফেলসহ অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। সে বেশ কয়েকটি সন্ত্রাসী অপরাধে জড়িত ছিল এবং সম্প্রতি একটি এনকাউন্টার থেকে পালিয়ে গিয়েছিল।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস-চেয়ারম্যান ওমর আবদুল্লাহ গেরিলা হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘ওই হামলার নিন্দা জানিয়ে, আমি জম্মু-কাশ্মীর পুলিশ সদস্যের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি যিনি আজ দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন। আমি আহত সিআরপিএফ জওয়ানের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলার মৃত্যু হয়েছিল। সে সময়ে কাশ্মীর জোনের এডিজিপি বিজয় কুমার বলেছিলেন, উভয়েই স্থানীয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহাম্মাদের সাথে যুক্ত ছিল। এছাড়া সোপিয়ানেও নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ঘিরে ফেলেছিল, কিন্তু তারা পালিয়ে গিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়