শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪০ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত বন্ধ করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার

রাশিয়া

ইমরুল শাহেদ: ইউক্রেন যুদ্ধের আহবান এড়াতে হাজার হাজার রুশ নাগরিক দেশ ছেড়ে পালাচ্ছে। এ ব্যাপারে ক্রেমলিন বলেছে, যুদ্ধের উপযোগী বয়সের রুশ নাগরিকদের দেশ ছেড়ে পালানোর ক্ষেত্রে সীমান্তে কোনো প্রকার বাধা তৈরি করেনি। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ আল-জাজিরা

সাত মাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই যুদ্ধের মাধ্যমে ইউক্রেনে দখল করা ভূখণ্ডগুলো হাতছাড়া হতেই সামরিক গতিবিধি বাড়ানের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে নতুন যে সামরিক ঘোষণা দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছিল, যাদের সামরিক অভিজ্ঞতা রয়েছে, তাদেরও যুদ্ধে ডাকা হবে। এই পরিস্থিতিতে তরুণ ও যুবক রুশ নাগরিকদের মধ্যে দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। এতে করে রুশ সীমান্তে দেখা দিয়েছে বিশৃঙ্খলা।

বিমানের টিকিট নেই এবং সীমান্ত চেকপয়েন্টগুলিতে গাড়ির দীর্ঘবহর লক্ষ্য করার মতো। পশ্চিমা যেসব দেশে রুশ নাগরিকদের ভিসার প্রয়োজন নেই সেসব দেশেই ছুটছে রুশ নাগরিকরা। জর্জিয়ার সীমান্তে গত ৪৮ ঘন্টা থেকে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। 

জর্জিয়া সীমান্তে বার্তা সংস্থা এপিকে ডেভিড নামে একজন রুশ নাগরিক বলেছেন, ‘ভয়ে, তার জানা মতে সকলেই ভয়ে আছেন। আমরা এমন একটি শাসন ব্যবস্থা থেকে সরে যাচ্ছি, যা কেবল হত্যাই করে।’ কাজাকস্তান ও মঙ্গোলিয়া সীমান্তেও গাড়ির দীর্ঘ বহর লক্ষ্য করা যায়। 

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে রুশ-অধিভুক্ত ক্রিমিয়ার প্রতিনিধিত্বকারী সিনিয়র পার্লামেন্ট সদস্য সের্গেই সেকভ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি নিউজ এজেন্সিকে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিয়োগের বয়সের প্রত্যেকেরই বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা উচিত।’

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের জন্য আংশিক সৈন্য সমাবেশের ঘোষণা দেওয়ার পর রাশিয়ায় কয়েকদিন ধরে বিশৃঙ্খল দৃশ্য দেখা যাচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়