শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ সালের নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত হবে না, জরিপে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটদের অভিমত

রাশিদুল ইসলাম: যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ ভোটার মনে করেন ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত হবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্ট যৌথভাবে এ জরিপ পরিচালনা করে। আরটি

জরিপে অংশ নেয়া শতকরা ৫৬ ভাগ ডেমোক্রেট ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থী হওয়ার বিরোধিতা করেছেন। জরিপে অংশ নেয়া মাত্র নয় ভাগ মানুষ বলেছেন, এ ব্যাপারে তাদের কোনো মতামত নেই। রোববার এই জরিপ ফলাফল প্রকাশ করা হয়।

৩৫ ভাগ ডেমোক্রেট এবং কিছুটা স্বতন্ত্র ধারার ডেমোক্রেটরা বলেছেন, ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে যখন শপথ নিয়েছেন তখনই বাইডেন অনেক বেশি বৃদ্ধ ছিলেন, সেক্ষেত্রে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তার উচিত হবে না।

সাম্প্রতিক দিনগুলোতে প্রেসিডেন্ট বাইডেন প্রায় সবাইকে বলছেন যে, তিনি ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু বেশিরভাগ ডেমোক্রেট নিশ্চিত নন যে, প্রেসিডেন্ট বাইডেন তার এই পরিকল্পনার শেষ পর্যন্ত বাস্তবায়ন করবেন। অবশ্য তার ঘনিষ্ঠ মিত্ররা এরইমধ্যে জোর দিয়ে বলছেন যে, প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালে নির্বাচন করতে আগ্রহী।

গত সপ্তাহে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়- নির্বাচনের ব্যাপারে তিনি আগ্রহী কিনা। জবাবে বাইডেন বলেন, এখনই এটি বলা উচিত হবে না, নির্বাচনের এখনো অনেক সময় বাকি। তিনি বলেন, “আমি ভাগ্যকে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এখন পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। এখনো সময় আছে; সে ক্ষেত্রে আগামী বছরের শেষের দিকে গিয়ে সিদ্ধান্ত নেয়া যাবে যে, কি করব।”

শতকরা ৩৯ ভাগ ভোটার জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ভালোভাবে দায়িত্ব পালন করছেন; অন্যদিকে শতকরা ৫৩ ভাগ ভোটার বাইডেনের দায়িত্ব পালনের ব্যাপারে সন্তুষ্ট নন। গত ৪০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এতে তার জনসমর্থন ব্যাপকভাবে কমে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়