শিরোনাম
◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিক গণপিটুনিতে গত ১৫ অক্টোবর নিহত হন। তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার সেই ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ভারত সরকারের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায় ‘এই জঘন্য অপরাধ মেনে নেওয়া যাবে না। এটি মানবাধিকার এবং আইনের শাসনের লঙ্ঘন।’ এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিহত বাংলাদেশি নাগরিকদের ‘চোরাচালানকারী’ হিসেবে উল্লেখ কর বলেছেন, ‘গরু চুরির চেষ্টা করেছিল তারা।’ জয়সওয়াল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে গত ১৫ অক্টোবর ত্রিপুরায় একটি ঘটনা ঘটে, যেখানে তিনজন বাংলাদেশি পাচারকারী নিহত হন। বাংলাদেশ থেকে ওই তিনজন দুর্বৃত্ত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরির চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘তারা স্থানীয় গ্রামবাসীদের ওপর লোহার রড এবং ছুরি দিয়ে আক্রমণ করে, তাদের আহত করে এবং একজন গ্রামবাসীকে হত্যা করে। এরপর অন্যান্য গ্রামবাসীরা আক্রমণকারীদের প্রতিরোধ করে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দুই চোরাচালানকারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তৃতীয় ব্যক্তি পরের দিন হাসপাতালে মারা যান। নিহত তিনজনের মৃতদেহ বাংলাদেশি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়সওয়াল। এ ঘটনায় পুলিশ একটি মামলাও দায়ের করেছে বলেও জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়