শিরোনাম
◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলার মারিয়া কোরিনা শান্তিতে নোবেল পেলেন 

আন্তর্জা‌তিক ডেস্ক : চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। 

ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত সংগ্রাম এবং শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় এ পুরস্কার ঘোষণা করা হয়। ----- খবর আলজাজিরার।

নোবেল কমিটি ঘোষণায় বলেছে, ভেনিজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকারের প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায্য ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য নিরলস সংগ্রামের কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন।

২০২১ সাল থেকে ভেনিজুয়েলার অন্যতম বিরোধী নেত্রী হিসেবে মাচাদো দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার। 

তিনি দেশের ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক দুর্নীতি ও নাগরিক স্বাধীনতা হরণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছেন। রাজনৈতিক চ্যালেঞ্জ এবং একাধিকবার কারারুদ্ধ হওয়ার ঝুঁকি সত্ত্বেও, মাচাদো ভেনিজুয়েলার সাংবিধানিক পথ ধরে একটি গণতান্ত্রিক পরিবর্তন আনার জন্য আন্তর্জাতিকভাবে সমর্থন আদায়ে কাজ করে চলেছেন।

উল্লেখ্য, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকটের সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য কাজ করা একজন নেত্রীকে এই পুরস্কার প্রদান আন্তর্জাতিক মহলে দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি আরও মনোযোগ আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়