শিরোনাম
◈ কতটুকু সংস্কার ও স্বাধীন হলো বাংলাদেশের বিচারালয়? ◈ জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, বন্যার শঙ্কা – ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে ◈ ভোটাভুটি নয়, সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনের পক্ষে জামায়াত ◈ মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে চুক্তি ও সমঝোতার প্রস্তুতি, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনা ◈ পাকিস্তানকে ৭ উই‌কে‌টে হা‌রি‌য়ে সিরিজ শুরু বাংলাদেশের ◈ দুদকের নতুন সচিব খালেদ রহীমের যোগদান ◈ চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে অযত্ন-অবহেলায় স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে চিকিৎসক নেই, সেবা নেই, ভোগান্তি চরমে

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, অতঃপর...

আকাশে ওড়ার সময় মাঝেমধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়া কিংবা আগুন ধরে যাওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় এবং তা মুহূর্তেই ভেঙে পড়ে, যা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা।

এবার মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলো ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড্ডয়নের পরপরই ফ্লাইট নম্বর ডিএল ৪৪৬-এর বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

ভয়ংকর সেই দৃশ্য ধরা পড়ে এক যাত্রীর ধারণ করা ভিডিওতে, যেখানে দেখা যায়, ইঞ্জিন থেকে জ্বলন্ত আগুনের শিখা ছড়িয়ে পড়ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছাড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়। অনেকে আকাশ ভ্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুনের ঘটনা ঘটে। ফ্লাইট ক্রুরা সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং বিমানবন্দরে ফিরে আসার প্রস্তুতি নেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে দ্রুত ফেরার নির্দেশনা দেওয়া হয় এবং ভূমিতে জরুরি পরিষেবা দলগুলোকে সতর্ক করে রাখা হয়।

আটলান্টার উদ্দেশে যাত্রা করা বিমানটি অবশেষে নিরাপদে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। অগ্নিকাণ্ডও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ডেল্টা এয়ারলাইনসের এক মুখপাত্র বিবিসিকে জানান, বাম ইঞ্জিনে একটি সমস্যার সংকেত পাওয়ার পরপরই পাইলটরা দ্রুত পদক্ষেপ নেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়