শিরোনাম
◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ  ◈ ৭৪ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন চীনে, ভিসানীতিতে বড় ধরনের শিথিলতা ◈ পলাশে চাদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিস্কার ◈ ভারতীয় ক্রিকেটার দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি দল ঘোষণা কর‌লো পাকিস্তান, স্কোয়া‌ডে নেই শাদাব ও হা‌রিস রউফ ◈ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ◈ মুজিবুল হক চুন্নুই বৈধ মহাসচিব: সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ ◈ যমুনা ও সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেটদুনিয়ায় তোলপাড়: মাঝ আকাশে বিমানকর্মীর ‘নগ্ননৃত্যে’

দায়িত্ব পালন না করে উড়োজাহাজের ওয়াশরুমে নগ্ন অবস্থায় উদ্দাম নাচের অভিযোগ উঠেছে এক পুরুষ কেবিন ক্রুর বিরুদ্ধে। গত রোববার (১ জুন) যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঘটনাটি ঘটে।

এদিন রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল এই বিমানটি। যাত্রাপথে এমন ঘটনা ঘটার পর শোরগোল বাঁধে বিমানকর্মীদের মধ্যে। পুলিশ ইতোমধ্যে সেই বিমানকর্মীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার বেশকিছু ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, উড়োজাহাজটি মাঝ আকাশে উঠে যাওয়ার পরও সেই বিমানের কর্মী নিজের ডিউটিতে উপস্থিত হতে পারেননি। এর ফলে সময়মত খাবার ও পানীয় পরিবেশন না করায় সহকর্মীরা তাকে খুঁজতে বিমানে তল্লাশি করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেই বিমানকর্মীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পাওয়া যায় কেবিনের ওয়াশরুমে, সেখানে তিনি দিগ্বিদিকশূন্য হয়ে নাচছিলেন।

এ ঘটনায় সেই বিমানকর্মীর এক সহকর্মী সাংবাদিকদের বলেছেন, আমার মনে হয় তার যখন কাজ করার কথা, তিনি তখন কোনো ট্যাবলেট খেয়েছিলেন। এটা ভাবাই যায় না কীভাবে তিনি এমন করলেন। আটলান্টিক মহাসাগরের উপর মাটি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ে যাচ্ছিল বিমানটি। কিন্তু এই মানুষটিকে দেখে অদ্ভুত লাগছিল।

তিনি আর বলেন, নগ্ন সহকর্মীকে দেখা মাত্র অন্য কর্মীরা তার গায়ে বাড়তি ফার্স্ট ক্লাস পায়জামা ছুঁড়ে দেন, আর তারপর তারাই তাকে ফার্স্ট ক্লাস কামরায় নিয়ে যান। আর সেখানেই তাকে বাকি সাড়ে দশ ঘণ্টার যাত্রার জন্য রেখে দেওয়া হয়।

বিমান অবতরণ করার পরে তাকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয় এবং বিমান থেকে হুইলচেয়ারে করে বের করে আনা হয়। এরপরেই পুলিশ সেই বিমানকর্মীকে গ্রেপ্তার করে। ব্রিটিশ এয়ারওয়েজের এক কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করবে এবং তদন্তের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ওই কর্মী কাজে যোগ দিতে পারবেন না।

কিছু দিন আগে ব্রিটিশ এয়ারওয়েজের এক তরুণী ক্রুকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। শ্রীলঙ্কায় ১.২ মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা পাচারের অভিযোগে শুক্রবার কলম্বোর একটি আদালতে পেশ করা হয়েছিল দক্ষিণ লন্ডনের কুলসডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি-কে। ব্যাংকক থেকে আসার পরে গত ১১ মে বন্দরনায়েকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়