শিরোনাম
◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জি৭ শীর্ষবৈঠকের আগে ন‌রেন্দ্র মোদীকে হুমকি খলিস্তানপন্থীদের, হুঁশিয়ারি কানাডার সাংবাদিককেও

এল আর বাদল : কানাডায় আসন্ন জি৭ বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি খালিস্তানি চরমপন্থীদের! কানাডায় খলিস্তানিদের উপস্থিতি ও সাম্প্রতিক কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন সে দেশের সাংবাদিক মোচা বেজিরগান।

বেজিরগান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারতীয় নেতাদের লক্ষ্য করে হুমকি দেওয়ার খবরটি প্রকাশ্যে আনার মাত্র কয়েক ঘণ্টা পরেই ভ্যাঙ্কুভারে একটি সমাবেশ চলাকালীন খালিস্তানপন্থীরা তাঁর উপর চড়াও হয়। ওই সাংবাদিক ফোনে এএনআইকে বলেন, ‘‘এটা মাত্র দু’ঘণ্টা আগে ঘটেছে। ওই সময়ের কথা মনে পড়লে আমি এখনও কাঁপছি। ওরা গুন্ডার মতো আচরণ করেছিল। আমার উপর চড়াও হয়ে আমার ফোন কেড়ে নেওয়া হয়, যাতে আমি কোনও ছবি বা ভিডিয়ো রেকর্ড না করতে পারি।’’ বেজিরগান অতীতেও উত্তর আমেরিকা জুড়ে খলিস্তানিদের কার্যকলাপ সম্পর্কিত একাধিক খবর প্রকাশ্যে এনেছেন। এ বার সে কারণেই খলিস্তানপন্থীদের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে। -- সূত্র, আনন্দবাজার

সমাজমাধ্যম এক্সে একটি পোস্টে ওই সাংবাদিক লিখেছেন, আমাকে খালিস্তানপন্থীদের একটি দল ঘিরে ফেলে। ওরা আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমাকে হুমকি দিতে শুরু করে। স্বাভাবিক ভাবেই আমি কিছুটা বিচলিত, তবে এত সহজে আমাকে দমানো যাবে না।’’ বেজিরগান আরও জানিয়েছেন, খলিস্তানপন্থীরা প্রকাশ্যেই হুমকি দিয়েছে যে তারা আসন্ন জি৭ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অতর্কিতে আক্রমণ করবে। উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ জুন ৫১তম জি৭ সম্মেলন রয়েছে। এ বার সম্মেলনের আয়োজক দেশ কানাডা।

রীতি অনুযায়ী, আয়োজক দেশ জি৭ জোটের বাইরে থাকা কিছু দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়। কিন্তু এত দিন ভারতের কাছে কানাডার তরফে এমন কোনও আমন্ত্রণ না আসায় জল্পনা তৈরি হয়েছিল। শেষে সব জল্পনায় জল ঢেলে মোদীকে ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। দুই দেশের চাপানউতরের মাঝে প্রধানমন্ত্রী মোদীও জানান, তিনি বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়