শিরোনাম
◈ ই‌ডেন গা‌র্ডেন নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে! ◈ ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো ◈ ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি মা‌সে ১০ কো‌টি ৩০ লাখ টাকা বেতন পা‌বেন ◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে? 

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১২:০০ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল

গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার জবাবে পাকিস্তান সামরিক বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাত দিয়ে জানিয়েছে, আজ স্থানীয় সময় বুধবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। তারার প্রথমে দুটি এবং পরে আরও তিনটি যুদ্ধবিমান ভূপাতিতের খবর নিশ্চিত করেন। সামরিক মুখপাত্রও এ তথ্য সমর্থন করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন আকাশযানও (ড্রোন) ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।

তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ভারতীয় সামরিক চৌকিও ধ্বংস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং ভারত কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

তবে, এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি এ তথ্য সত্যি হয়, তবে এটি ভারতীয় সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা এবং আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, রাফাল যুদ্ধবিমান সম্প্রতি ভারতের বিমানবহরে যুক্ত হয়েছে এবং এটিকে তাদের সামরিক আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।

পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে, তাদের কোনো যুদ্ধবিমান এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। তারা ভারতীয় গণমাধ্যমের প্রচারিত পাকিস্তানের ক্ষয়ক্ষতির খবরকে ‘বানোয়াট’ বলে উল্লেখ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়