শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কেউই কাউকে ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ◈ সৌদি আরব এবার হজযাত্রীদের যে নিষেধাজ্ঞা দিলো ◈ নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি (ভিডিও) ◈ সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ২০ জন (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৩০৮ ◈ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল ◈ অনার্স কোর্স হবে ৩ বছরের ◈ অভ্রর জন্য চার গুণীকেই সম্মানিত করার সিদ্ধান্ত: ফারুকী ◈ আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই, আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২২ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ‘পর্নোগ্রাফি শুট’ করতে গিয়ে বাংলাদেশি তরুণী আটক

বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে প্রবেশ করে হোটেলে পর্নোগ্রাফি শুট করার অভিযোগে বাংলাদেশি এক তরুণীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে এই তিন জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২২ বছর বয়সী বাংলাদেশি তরুণী মীন আখতার এবং স্থানীয় দুই যুবক শফিকুল ও জাহাঙ্গীর রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়। শফিকুল ও জাহাঙ্গীর আসামের বাসিন্দা। তবে মীন আখতার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, হোটেলে অশ্লীল ভিডিও তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং ধৃতদের হেফাজতে রেখেছে।

মীনের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ ভিসা বা পাসপোর্ট নেই। পুলিশের ধারণা, তিনি অবৈধ কাগজপত্র দেখিয়ে আসামে প্রবেশ করেন। এরপর শফিকুল ও জাহাঙ্গীরের সঙ্গে গুয়াহাটির একটি হোটেলে পর্নোগ্রাফির শুটিং শুরু করেন।

পুলিশ জানিয়েছে, মীন কীভাবে ও কেন ভারতে এসেছেন তা এখনও স্পষ্ট নয়। আটককৃতদের জেরা করে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে কোনও সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়