২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিরোধে ‘ব্যর্থতার’ দায়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান বা চিফ অব দ্য জেনারেল স্টাফ হারজি হালেভি। সোমবার (২০ জানুয়ারি) তিনি পদত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, হারজি হালেভি মার্চ মাসে তার পদ থেকে সরে যাবেন। হারজি হালেভি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ৬ মার্চ থেকে তা কার্যকর হবে।
আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাতে সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিজের ‘ব্যর্থতার’ দায় নিয়ে সোমবার (২০ জানুয়ারি) পদত্যাগ করেছেন।
সেনাবাহিনীর প্রকাশিত হালেভির পদত্যাগপত্র সূত্রে জানা যায়, ‘৭ অক্টোবরের (সেনাবাহিনীর) ব্যর্থতার জন্য দায় স্বীকার করে নিয়ে’ তিনি পদত্যাগ করছেন। সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময়ে তিনি চলে যাচ্ছেন, যদিও যুদ্ধে ইসরায়েলের ‘সব’ লক্ষ্য অর্জিত হয়নি। বর্তমান পরিস্থিতিকে তিনি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাফল্যের সময় উল্লেখ করে পদত্যাগের কথা জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েল সীমান্ত এলাকায় হামলা চালিয়ে ১ হাজার ২০০ সেনা ও বেসামরিক মানুষ হত্যা এবং ২৫০ জনকে বন্দি করে। এরপর থেকেই গাজায় ব্যাপক সামরিক হামলা শুরু করে ইসরায়েল।
আপনার মতামত লিখুন :