শিরোনাম
◈ মাঝরাতে ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস ◈ আগামী সপ্তাহে রদবদলের আভাস উপদেষ্টা পরিষদে  ◈ নিজেদের ক্ষমতা বাড়াতে চান জেলা প্রশাসকরা ◈ ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত: শুভেন্দু অধিকারী  ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা জানালেন উপদেষ্টা ◈ বিএনপির কাউন্সিল: ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত ◈ উৎকণ্ঠায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা  ◈ হাসিনা তার দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে টিসুর মতো ব্যবহার করেছেন: সারজিস আলম (ভিডিও) ◈ নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল ◈ লিবিয়ার বেনগাজি বন্দিশালা থেকে ৬৬ লাখ টাকা দিয়ে মুক্ত দুই বাংলাদেশি, ৫ স্ত্রীকে নিয়ে পালিয়েছে মানবপাচারকারী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৬ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় বিশ্ব বাজারে ডিজেলের মূল্য বৃদ্ধি

রাশিয়ার তেল বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্ব বাজারে বেড়েছে ডিজেলের দাম। এছাড়া পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও বেড়ে গেছে। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্লেষক ও লন্ডন স্টক এক্সচেঞ্জের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৈশ্বিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনার্জি এসপেক্টসের বিশ্লেষক নাতালিয়া লোসাদা বলেন, নিষেধাজ্ঞার পর রাশিয়ার ডিজেল রপ্তানি ঝুঁকির মধ্যে পড়েছে। দেশটির গ্যাজপ্রম নেফট ও সারগুটনেফটেগাস পরিশোধন কারখানা থেকে অন্তত ১ লাখ ৫০ হাজার ব্যারেল ডিজেল রপ্তানির কথা রয়েছে।

গত ১০ জানুয়ারি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার আয় কমাতে দেশটির তেল উৎপাদক ও ট্যাংকারের ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপের মুখে ফেলতেই এই কৌশল যুক্তরাষ্ট্রের।

ভারত ও চীনে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ জাহাজগুলো নতুন এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে। যেগুলো সাধারণত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপে রাশিয়ার তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যার ফলে সস্তায় রাশিয়ার তেল আমদানি করে লাভবান হচ্ছিল চীন ও ভারতের পরিশোধনাগারগুলো।

আর এই নিষেধাজ্ঞার মধ্যেই সরবরাহ সংকটে ভুগছে ডিজেলের বাজার। গত বৃহস্পতিবার ডিজেল পরিশোধনে মুনাফার পরিমাণ ছিল গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ, যা ব্যারেলপ্রতি ২০ ডলারে দাঁড়িয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়