শিরোনাম
◈ চোখ বেঁধে ঢাকা থেকে চট্টগ্রামে, মদ্যপ অবস্থায় জিজ্ঞাসাবাদ চলে লাথি চড় থাপ্পড় ◈ নির্বাচন কমিশনের অধীনে থাকছে জাতীয় পরিচয়পত্র সেবা: সিইসি ◈ ভারত-পাকিস্তান বাগযুদ্ধ! ◈ দ্রুত বাংলাদেশে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত: দিল্লির বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ◈ ৫০ জনের মৃত্যুর শঙ্কা স্পেন যাওয়ার পথে, ৪৪ জনই এশিয়ার ◈ সাইফ আলী খানের ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ ৯৯ শতাংশ শেষ থার্ড টার্মিনালের কাজ, নভেম্বরে উদ্বোধন ◈ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, তারেক রহমানের দুই বাধা ◈ ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬

ভারতে অন্ধ্রপ্রদেশে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়োহুড়িতে পদদলিত হয়ে এসব নিহত ও আহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

রয়টার্স বলছে, বুধবার রাতে দক্ষিণ ভারতের ওই মন্দিরে বিনামূল্যে দেবতার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের টোকেন সংগ্রহের সময় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পুলিশ যখন টোকেন সংগ্রহের গেট খুলে দেয় তখনই উপস্থিত সকলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতেই এমন হতাহতের ঘটনা ঘটে। যদিও সংবাদমাধ্যমটি প্রত্যক্ষদর্শীদের বয়ানে দাবি করেছে, সেখানে টোকেন বিতরণে পুলিশের কোনো কার্যকর ‘সিস্টেম’ ছিল না। ফলে এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

১০-১৯ জানুয়ারি পর্যন্ত তিরুপতি মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেয়ার জন্য বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। বৃহস্পতিবার থেকে টোকেন দেয়ার কথা থাকলেও লোকেরা প্রায় ২০০০ বছরের পুরোনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে এবং ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির একপর্যায়ে এই হতাহতের ঘটনা ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়