শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটি শুধু তাঁদের দুজন নয়; বরং সব ইসরায়েলির ওপর হামলা: প্রথমবারের মতো কথা বললেন নেতানিয়াহুর স্ত্রী সারা

ইসরায়েলের তেল আবিব শহরের কাছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। তিনি বলেছেন, এটি শুধু তাঁদের দুজন নয়; বরং সব ইসরায়েলির ওপর হামলা।

আজ সোমবার সারাহ নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী ও আমাকে হত্যার যে চেষ্টা করা হয়েছে, তা শুধু আমাদের দুজনের ওপর হামলা নয়। এটা আমাদের সবার ওপর হামলা, ইসরায়েলের নাগরিকদের ওপর হামলা, আমাদের মূল্যবোধের ওপর হামলা।’

গত শনিবার তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সে সময় নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হননি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তখন থেকে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা চলছে। তবে গত মাস থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। গাজার পাশাপাশি সেখানেও স্থল হামলা চালাচ্ছে তারা।

দেশের জন্য লড়াইরত ইসরায়েলি সেনাদের প্রশংসা করে সারা নেতানিয়াহু বলেন, ‘আমাদের সেনাসদস্যরা দেশের জন্য যে অতুলনীয় নিষ্ঠা ও সাহসের সঙ্গে অবিরাম লড়ে যাচ্ছেন, তাঁদের পাশে আমরা মন থেকে রয়েছি।’

এর আগে বাসভবনে হামলার দিনই নেতানিয়াহু দাবি করেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।’ উৎস: বিবিসি ও প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়