শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ১২:১৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ কোটি দিয়ে সালমান কিনলেন বুলেটপ্রুফ গাড়ি

আনন্দবাজার: ভারতে বাবা সিদ্দিকিকে খুনের পর আরও আঁটসাঁট নায়কের নিরাপত্তা। তবুও ঘুম উড়েছে ভাইজানের। নিলেন কড়া ব্যবস্থা। বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার পর থেকে সালমান খানের নিরাপত্তা নিয়ে কার্যত ঘুম উড়েছে মুম্বই পুলিশের। চিন্তিত ভাইজানের কাছের মানুষরাও। এর মাঝেই নতুন করে হুমকি এসেছে সলমন খানের নামে। মুম্বাই ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজ আসে, যাতে সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়। নেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের নাম। বলা হয়েছে, টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।

১২ অক্টোবর রাতে মুম্বইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে। বলা হচ্ছে, সলমন খান ঘনিষ্ঠ হওয়ার জেরেই নাকি প্রাণ গিয়েছে তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সিদ্দিক খুনের পিছনে যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ।

কয়েকমাস আগেই সালমানের বাড়ির সামনে চলেছিল এলোপাথাড়ি গুলি। সেই মামলায় পুলিশি জেরার মুখে পড়া শুভম লোঙ্কার সিদ্দিকি খুনে গ্রেফতার হওয়া ৯ জনের তালিকায় রয়েছেন। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই বিগ বস ১৮-র শ্যুটিং সারছেন সালমান। তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত সকলে। 

বিষ্ণোই গ্যাং-এর হাত থেকে বাঁচতে এবার বড় পদক্ষেপ নিলেন সালমান খান। তাঁর নতুন রক্ষাকবচ এল দুবাই থেকে। প্রাণে বাঁচতে নতুন একটি বুলেটগ্রুফ এসইউভি আমদানি করলেন ভাইজান। ২০২৩ সালের এপ্রিল মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন সালমান। সেই গাড়িতেই সর্বত্র যাতায়াত করতেন। তবে এবার বোধহয় নিজের পরিবারকে নিয়েও শঙ্কায় ভুগছেন নায়ক। 

সালমানের কেনা নয়া বুলেটপ্রুফ এসইউভি-তে রয়েছে একগুচ্ছ ফিচার্স। রয়েছে বম্ব অ্যালার্ট থেকে শুরু করে বুলেটও ভেদ করতে পারবে না, এমন কাচ দিয়ে তৈরি সেই গাড়ি। এই গাড়ির জন্য সালমানকে খরচ করতে হয়েছে ২ কোটি টাকা। যা অবশ্য ভাইজানের সুরক্ষার সামনে নস্যি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়