শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৫:২২ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে সেনা ঘাঁটিসহ দুই স্থানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ২, আহত ৮

সাজ্জাদুল ইসলাম: [২] ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও সেনাদের মধ্যে দুইটি পৃথক সংঘর্ষ ঘটেছে। মঙ্গলবার রাতে দোদারের একটি সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালায় । ওই হামলার পর সেখানে প্রচন্ড সংঘর্ষ শুরু হয়। বুধবার সকাল পর্যন্ত সেখানে সংঘর্ষ অব্যাহত ছিল। সূত্র: এনডিটিভি, ইকনোমিক্স টাইমস

[৩] দোদার সংঘর্ষে ৫ জন সেনা ও একজন বিশেষ পুলিশ অফিসার আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। জম্মু ও কাশ্মীরের কাদুয়ায় অপর হামলায় একজন সিআরপি সেনা নিহত হয়েছে। সেখানে সংঘর্ষে একজন বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উভয়স্থানে সংঘর্ষ শুরু হয়।  

[৪] পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্টে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই চলছে।’

[৫] এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও একজন বিচ্ছিন্নতাবাদী নিহত এবং দুইজন আহত হন। এর মাত্র কয়েক ঘণ্টা পর সেনা ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটল। পুলিশ জানায়. কাথুয়ায় হামলা চালান দুইজন বিচ্ছিন্নতাবাদী।

[৬]  তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গিরিখাদে গিয়ে পড়ে। এতে অন্তত ৯ তীর্থযাত্রী নিহত হন।

[৭] ভারতীয় কর্মকর্তারা জানান, লস্কার-ই-তাইয়েবার কমান্ডার আবু হামজার নির্দেশে এসব হামলা চালানো হয়েছে। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়