শিরোনাম
◈ (৬ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ, পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস ◈ যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ◈ এস আলমমুক্ত ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার ◈ ‌‘আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে’ (ভিডিও) ◈ খোঁজ মিলেছে শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’  ◈ মুক্তির পর বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত দ্বিতীয় স্ত্রী, যা বললেন  ◈ সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ  ◈ আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে শারমিন আক্তার সুপ্তা ◈ দেশে ফিরেছে বিশ্বকাপে উন্নীত হওয়া যুব হকি দল, ৫ লাখ টাকা পুরস্কার দেবে ফেডারেশন

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট : ২৫ মে, ২০২৪, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাপি সাড়া জাগিয়েছে হালাল ট্যুরিজম: শীর্ষে ইন্দোনেশিয়া মালয়েশিয়া

সালেহ ইমরান: [২] বিশ্ব পর্যটন শিল্পের এই নতুন সম্ভাবনা ধর্মপ্রাণ মুসলমানদের চাহিদাকে উপজীব্য করেই দ্রুত বেড়ে উঠছে।

[৩] ২০১৪ সালের এক হিসেবে দেখা যায়, হজ ও ওমরাহ বাদে মুসলমানরা পর্যটনের জন্য ব্যয় করেছে ১৪ হাজার ২০০ কোটি ডলার-যা বিশ্বের মোট পর্যটন ব্যয়ের ১১ শতাংশ। মাঝখানে করোনার কারণে কিছুটা ভাটা পড়লেও এখন আবার হাওয়া লেগেছে এই শিল্পে। ( বিবিসি ২০-০৫-২০২৪) 

[৩] ইসলামের মূলনীতি মেনে চলা মুসলিমদের জন্য সাধারণ পর্যটন গন্তব্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই বিব্রতকর। বিশেষ করে খাবার. ও রাত্রিযাপন বেশ বিড়ম্বনায় পড়তে হয়। 

[৪] বিমানের টিকেটিং থেকে শুরু করে হোটেলে থাকা ও পরিবার নিয়ে সুস্থ বিনোদনের জন্য নিজেদের জীবনধারার সাথে সাংঘর্ষিক অবস্থার মুখোমুখি হন ধর্মপ্রাণ মুসলিমরা। সেই সমস্যার সমাধান দিচ্ছে হালাল ট্যুরিজম, ইসলামি রীতি মেনে সব আয়োজন করা হচ্ছে। (সিঙ্গাপুর কুরিয়ার ২২-০৫-২০২৪)   

[৫] বর্তমানে হালাল ট্যুরিজম নিয়ে কাজ করা বিশ্বের এক নম্বর প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক ‘হালাল ট্রিপ’ ধারণা করছে ২০২৮ সালের মধ্যে হালাল ট্যুরিজমের বাজার হবে প্রায় ২২ হাজার ৫০০ কোটি ডলারের। (আরব নিউজ ১৬-০৫-২০২৪)  

[৬] হালাল ট্যুরিজমের আবির্ভাব যুক্তরাষ্ট্রের নাইন-ইলেভেন ঘটনার পর। তুরস্ক, মিশর, সৌদি আরব, আমিরাত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম হালাল টুরিজম প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। 

[৭] সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপি হালাল হোটেলের পরিসর অনেক বেড়েছে। বিমান সংস্থাগুলোও হালাল খাদ্য পরিবেশন করছে। আর এজন্যই হালাল ব্রান্ডিংয়ের ট্রিলিয়ন ডলারের বাজার সৃষ্টি হয়েছে। এই টুরিজমের সবচেয়ে জনপ্রিয় দুটি গন্তব্য হলো তুরস্ক ও মিশর।  (রডিও তেহরান ২৩-০৫-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়