শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:৪২ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দামানের গহীন জঙ্গল থেকে বের হয়ে প্রথমবারের মত ভোট দিল শমপেন উপজাতি 

খুররম জামান: [২] ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো, শমপেন উপজাতির সাত সদস্য শুক্রবার (১৯ এপ্রিল)  ভোট দিয়েছেন। সূত্র: পিটিআই।
 
[৩] গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের একটি বিশেষভাবে সংরক্ষিত উপজাতী গোষ্ঠী ঐ অঞ্চলের একমাত্র লোকসভা আসনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। 

[৩] শুধু শমপেন উপজাতির সদস্যরা ফরেস্ট স্টাফ কোয়ার্টারের অভ্যন্তরে নির্মিত ' শোমপেন হাট' নামক ভোট কেন্দ্রে এসে ভোট দেন। তারা ভারতের নির্বাচন কমিশনের দ্বারা তৈরি একটি মনোনীত কাট-আউটে সেলফি তোলার জন্য পোজও দিয়েছেন, যেখানে লেখা - 'আমি নিশ্চিত ভোট দিচ্ছি'।

[৪] শমপেন উপজাতিদের তাদের ভাষায় সাহায্য করেছিল 'মাথিয়াস' (একজন নিকোবাড়ি উপজাতি যুবক) নামে পরিচিত একজন দোভাষী।  প্রধান নির্বাচনী অফিসার, বি এস জাগলান বলেন, "এই প্রথমবারের মতো শমপেন উপজাতির মোট সাতজন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে, আমরা তাদের একজন প্রশিক্ষকের মাধ্যমে ইভিএম সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছি। এটা ভালো। দেখুন যে তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে প্রথমবার ভোট দিয়েছেন। ২০১১ সালের আদমশুমারি অনুসারে শমপেনের জনসংখ্যা ছিল ২২৯ জন।

[৫] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রিটার্নিং অফিসার অর্জুন শর্মা জানান, ৯৮ জন শমপেন ভোটারের মধ্যে মাত্র সাতজন প্রথমবারের মতো ভোট দিলেন।  প্রায় ৯১ শতাংশ ভোট হয়েছে ডুগং ক্রিক (দক্ষিণ আন্দামান জেলার ছোট আন্দামান তহসিল) যেখানে ওঙ্গে উপজাতিরা একচেটিয়াভাবে বাস করে (এটি একটি সংরক্ষিত বনাঞ্চল)। ৬৮জন ওঙ্গের মধ্যে ৬২ জন ভোট দিয়েছেন যার মধ্যে ৩৫ জন পুরুষ এবং ২৭ জন মহিলা। সম্পাসনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়