শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলকে ছাপিয়ে পিএসএল হ‌বে এক নম্বর লিগ: পি‌সি‌বি চেয়ারম‌্যান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগকে বিশ্বের একনম্বর লিগ বানানোর কথা বল‌লেন পি‌সি‌বি চেয়ারম‌্যান মহসিন নকভি। ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত পিএসএল-এর এক রোডশোয়ে নকভি এহেন মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর দিকে উড়ে এসেছে কটাক্ষ। 

এশিয়া কাপ জেতার পরে এই নকভিই ভারতকে ট্রফি না দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই বিতর্কের জের এখনও রয়েছে। ---- আজকাল

পাকিস্তান সুপার লিগকে দুনিয়ার এক নম্বর লিগ ঘোষণার পরেই ভারতীয় সমর্থকরা নকভিকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। 

সেশ্যাল মিডিয়ায় নকভির মন্তব্য তুলে ধরা হয়েছে, আমার লক্ষ্য একটাই। পিএসএল-কে এই গ্রহের সবথেকে বড় ও সেরা লিগ করতে চাই। 

নকভির এহেন মন্তব্যের পরে এক নেট ব্যবহারকারী লিখেছেন, ''বিশ্বের সেরা তারকারা আইপিএল না খেলে পাকিস্তানে আসছে। এখন থেকেই এসব ঘটতে শুরু করেছে।

এই মন্তব্যের পরে আরেক নেটব্যবহারকারী লিখেছেন, আইপিএল না খেলে পাকিস্তানে খেলতে যাচ্ছে কারা? আরেক ভারতীয় সমর্থক বলেছেন,ওগুলো সব ঠিক আছে। আগে বলো ওই ট্রফি কবে ফেরাবে?

ভারতের আরেক ক্রিকেটভক্ত বলেন, ''পাকিস্তান মনে করে বেশ কয়েকজন খেলোয়াড় আইপিএল না খেলে পিএসএল খেলবে এবং বিশ্বের একনম্বর লিগ করবে। একটা উত্তর দিন,  পিএসএলের টোটাল বাজেট কী? 

আরেক ভক্ত লিখেছেন, কেউ একজন দয়া করে ওকে বলো, লক্ষ্য আর কল্পনার মধ্যে অনেক তফাত।

এশিয়া কাপ জয়ের পরে নকভি ভারতীয় ক্রিকেটারদের ট্রফি ও মেডেল না দিয়ে চলে গিয়েছিলেন। কবে সেই ট্রফি ভারতীয়দের হাতে পৌঁছবে, তা নিয়ে আলোচনা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই সমাধানসূত্র কবে মিটবে, সেটাই এখন দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়