শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে ১২ থেকে ২১ ডিসেম্বর হবে ২০২৫ যুব এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

তামিমের সহকারী হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। সব বিভাগে ভারসাম্য রেখে ১৫ সদস্যের দল দিয়েছে নির্বাচক প্যানেল। যুবাদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্কোয়াড চূড়ান্ত হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। 

ওয়ানডে সংস্করণে বছরটা ভালোই কেটেছে তামিম-জাওয়াদদের। দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জয়, ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়, ইংল্যান্ড সফরে ১-১ সমতা, নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২-২ সমতা। আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে এশিয়ার সেরা মুকুট ধরে রাখার লড়াই।

দারুণ প্রস্তুতি নিয়ে আগামী পরশু দুবাইয়ের উড়ান ধরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে কাল মিরপুরে হবে বিসিবির অফিশিয়াল ফটোসেশন। তাদের লক্ষ্যটা নিশ্চয় যুব এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়! ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে এবং গত বছর ভারতকে হারিয়ে টানা দুই শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার হ্যাটট্রিক মিশনে অভিযান তাদের।

আইসিসি একাডেমি মাঠে ১৩ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে শ্রীলঙ্কা ও নেপাল। ১৫ ডিসেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ১৭ ডিসেম্বর লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আজিজুল হাকিমের দল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রতুল, শেখ পারভেজ জীবন, রিজান হাসান, শাদিন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মো. সবুজ।

স্ট্যান্ডবাই: রাফি-উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়