শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ও‌য়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে টেস্ট সিরিজে ৩ গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পা‌চ্ছে না নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : চোটের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ম্যাট হেনরি, ন্যাথান স্মিথ ও মিচেল স্যান্টনার। তবে গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে হারানোর মাঝে স্বস্তির খবরও পেয়েছে নিউ জিল্যান্ড। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ম্যাচের দলে ফিরেছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল।

সোমবার দলে এই পরিবর্তনের কথা জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট। দলে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে। ---- অলআউট স্পোর্টস

জাস্টিন গ্রিভস ও কেমার রোচের দুর্দান্ত প্রতিরোধে ক্রাইস্টচার্চে ড্র হওয়া প্রথম টেস্টে পায়ের পেশিতে চোট পান হেনরি। দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের বেশি বোলিং করতে পারেননি এই অভিজ্ঞ পেসার। আর সাইড স্ট্রেইনের চোটে পড়ে ওই ইনিংসে কোনো বোলিংই করেননি পেস বোলিং অলরাউন্ডার স্মিথ। অন্যদিকে কুঁচকির চোটে প্রথম টেস্টে খেলতে পারেননি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

পেস আক্রমণে শক্তি বাড়াতে রোববার ৩০ বছর বয়সী পেসার মাইকেল রেকে দলে যোগ করে কিউইরা। প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেলের জায়গায় আগেই মিচেল হেকে দলে ডাকে তারা।

বদলি ফিল্ডার হিসেবে ক্রাইস্টচার্চ টেস্টের দলেও যোগ দিয়েছিলেন ফিলিপস। এবার আনুষ্ঠানিকভাবে ফিরেছেন দলে। কুঁচকির সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন মিচেল। হ্যাগলি ওভালে তিনিও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন।

নতুন মুখ ক্লার্ক এখন পর্যন্ত ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৯ উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার। গত মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশে সফর করেছিলেন তিনি।

আগামী বুধবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের নিউ জিল্যান্ড দল:

টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, জ্যাক ফোকস, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার, মাইকেল রে ও ক্রিস্টিয়ান ক্লার্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়