শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩২ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজোড়া লিগে খেলা ১৮ দলের তারকা ক্রিকেটার নোয়াখালী এক্সপ্রেসে

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে টুর্নামেন্টের, আর তার আগেই দলবদলের বাজারে বড়সড় চমক দেখিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

ইতোমধ্যে জনসন চার্লস, কুশল মেন্ডিস ও সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো নোয়াখালী এবার দলে টেনেছে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো আফগান স্পিনার জহির খানকে।

২৬ বছর বয়সী চায়নাম্যান বোলার জহিরের রয়েছে আইপিএলে রাজস্থান রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, সিপিএলে মেলবোর্ন স্টার্স, আইএলটি–২০ এ এমআই ইমিরেটস এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলার অভিজ্ঞতা। এর আগে বিপিএলেও দুই দলে খেলেছেন তিনি।

জহিরকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস সামাজিক মাধ্যমে লিখেছে, আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০ সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে! স্বাগতম, জহির।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩১টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে জহির নিয়েছেন ১৪২ উইকেট। একবার পাঁচ উইকেট নেয়ার অভিজ্ঞতা রয়েছে এই স্পিনারের। তার সেরা বোলিং ফিগার ৫/১৯। বিপিএলে পূর্বের চার ম্যাচে তার ঝুলিতে আছে দুই উইকেট।

জহিরের মতো অভিজ্ঞ স্পিনার দলে ভেড়ানোয় প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের মাঝে ইতোমধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি, জহির খান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়