শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর রোনাল‌দো-জর্জিনার বি‌য়ে! বাড়ির কাছে ৫০০ বছরের পুরনো চার্চেই বিবাহ আসর

স্পোর্টস ডেস্ক : তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় ৯ বছরের। বহুবার জর্জিনা রডরিগেজকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল‌দো। এবার দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। এরজন্য ইতিমধ্যেই তিনি ঠিক করে নিয়েছেন বিয়ের ভেন্যু। রোনাল‌দো বিয়ে হবে তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের প্রাচীন চার্চে।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, আগামী বছর ফিফা বিশ্বকাপের পর বিয়ে করবেন রোনাল‌তদা-জর্জিনা। ১৫১৪ সালে নির্মিত ক্যাথিড্রাল অফ ফুনচাল। --- সংবাদপ্রতি‌দিন

মাদেইরার সবচেয়ে পুরনো ক্যাথিড্রাল এটাই। রোনান্ডো যে হাসপাতালে জন্মেছিলেন, সেখান থেকে মাত্র দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই চার্চ। ছোটবেলার ক্লাব সিওনাল দা মাদেইরাও এর কাছাকাছি। রোনাল্ডোর বয়স যখন ১২, এখান থেকে স্পোর্টিং লিসবনে যোগ দিয়েছিলেন তিনি। তারপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি।

নভেম্বরের শুরুতে সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে একটি পডকাস্টে নিজের প্রেমকাহিনি জানাতে গিয়ে রোনালদো বলেছিলেন, “তখন মোটামুটি রাত ১টা হবে। আমাদের মেয়েরা তখন ঘুমোচ্ছিল। 

আমার এক বন্ধু একটা আংটি জিওকে (জর্জিনা) দেওয়ার জন্য দিয়েছিল। আমি এমনিই রিংটা দিতে যাচ্ছিলাম। তখন আমার দুই সন্তান এসে বলে, ‘বাবা, তুমি মাকে এই আংটি দিয়ে বলো তোমাকে বিয়ে করতে।’ আমিও ভাবলাম, এটাই সেই মুহূর্ত। আমার মেয়েরা দেখছিল। আমার বন্ধুও ক্যামেরায় সব রেকর্ড করছিল।

২০২৬-র জুন মাসের ১১ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। তারপরই বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন রোনাল্ডো। উল্লেখ্য, চলতি বছরের আগস্টে জর্জিনার সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন সিআর৭। মনে করা হচ্ছে, বহু প্রতীক্ষিত এই বিয়ে উপলক্ষে চাঁদের হাট বসতে চলেছে। উল্লেখ্য, ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। 

মাদ্রিদে সুপারশপের কর্মী জর্জিনার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়