শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের নিষেধাজ্ঞার শেষ দুই ম্যাচের শাস্তি স্থগিত করায় বিশ্বকাপের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ২-০ গোলে পরাজয়ের ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার ডারা ও’শেকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন রোনালদো। -- অলআউট স্পোর্টস

এর ফলে বাছাইপর্বের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। তবে দলের সবচেয়ে বড় তারকা ছাড়াই প্রতিপক্ষকে ৯-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূলপর্বে ওঠে পর্তুগাল।

বিবৃতিতে ফিফা জানায়, সেই ঘটনায় রোনালদোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে ফিফার শৃঙ্খলাবিষয়ক আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী, বাকি দুই ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। 

রোনালদো যদি এই সময়ের মধ্যে একই ধরনের আরেকটি অপরাধ করেন, তাহলে শাস্তির স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে।

২৭ নম্বর ধারা উল্লেখ করা ছাড়া ফিফা কেন রোনালদোর নিষেধাজ্ঞা স্থগিত করেছে তা বিবৃতিতে ব্যাখ্যা করেনি। এ বিষয়ে রয়টার্স ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।

পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেদিনই প্রথম লাল কার্ড দেখেন রোনালদো। জাতীয় দলের হয়ে ২০১৬ ইউরো জেতা এই ফরোয়ার্ড দুটি নেশন্স লিগের শিরোপাও জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিকও তিনি।

আগামী বছর জুন-জুলাইনয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়