শিরোনাম
◈ ইস্তাম্বু‌লে শা‌ন্তি আ‌লোচনা ব‌্যর্থ হ‌লে আফগানিস্তানের বিরু‌দ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান ◈ স্যর ক্রিকে ভারতের যুদ্ধমহড়া,শঙ্কিত পাকিস্তান বিমান চলাচলে নিষেধাজ্ঞা দি‌লো, পাল্টা সেনা সমাবেশের ঘোষণা ◈ আজ রা‌তে বা‌র্সেলোনা - রিয়া‌ল ম‌া‌দ্রিদ মু‌খোমু‌খি  ◈ ২৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে পাকিস্তান সরকার দিশাহারা, গত অর্থবছ‌রের তুলনায় আরও বাড়ল ইসলামাবাদের ধার ◈ ইং‌লিশ লি‌গে টানা চতুর্থ পরাজয় লিভারপু‌লের, চেলসিকে হারিয়ে সান্ডারল্যান্ডের চমক ◈ মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ◈ পি‌সি‌বির অদ্ভুত কাণ্ড, টেস্ট দ‌লের বর্তমান অধিনায়ককে বানিয়ে দেওয়া হলো বোর্ড কর্তা ◈ আরপিও শর্তে বিপাকে ছোট দল, ভোট করতে হবে নিজ দলের প্রতীকে ◈ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র ◈ বান্দরবানে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

স্পোর্টস ডেস্ক : বিতর্ক থামছেই না এশিয়া কাপ জয়ী ভারতের হাতে ট্রফি হস্তান্তর নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক দাবি সত্ত্বেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি তার পূর্বের শর্তেই অটল রইলেন। বিসিসিআইকে দেয়া জবাবে নাকভি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী মাসে দুবাইয়ে এসে তার হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হবে।

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল এসিসি প্রধান নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। এই ‘অপেশাদার’ আচরণের জেরে ক্ষুব্ধ নাকভি পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করে দেন এবং ট্রফিটি বর্তমানে এসিসির দুবাই অফিসে রাখা হয়েছে।

ট্রফি হস্তান্তরের জন্য বিসিসিআই আনুষ্ঠানিক ই-মেইল পাঠিয়ে দাবি জানালেও, এসিসি সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসিসি ভারতকে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি বিশেষ ট্রফি প্রদান অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে।

এসিসি থেকে পাঠানো জবাবে বলা হয়েছে,‘১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে নিয়ে আমার কাছ থেকে ট্রফি গ্রহণ করুন।’

এর আগে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং সচিব সাইকিয়া উভয়েই নাকভির আচরণের কড়া সমালোচনা করেন। শুক্লা মন্তব্য করেন,‘এশিয়া কাপ ট্রফি ভারতের প্রাপ্য। এটি অবিলম্বে বিজয়ী দলের হাতে তুলে দিতে হবে।’ অন্যদিকে সাইকিয়া এসিসি প্রধান নাকভির আচরণকে ‘খেলোয়াড়সুলভ নয়’ বলে আখ্যায়িত করেন।

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী মাসে আইসিসি সভায় বিষয়টি উত্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টির পরিকল্পনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়