শিরোনাম

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ হাতে রেখেই ও‌য়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে সিরিজ জিতে ই‌তিহাস গড়‌লো নেপাল

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্ব‌কে অবাক করার ম‌তো পারফর‌মেন্স দেখা‌লো নেপাল ক্রিকেট দল। তারা শারজায় ইতিহাস গড়লো। ওয়েস্ট ইন্ডিজকে টানা দুই ম্যাচে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে হিমালয়ের দেশটি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটাই প্রথমবার, যখন কোনো সহযোগী দেশ টি টোয়েন্টি সিরিজ জিতল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে রোহিত প্যাডেলরা নতুন ইতিহাসের সূচনা করেছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) আরও বড় ব্যবধানে জিতে তারা লিখল আরেকটি অধ্যায়। ৯০ রানের দুর্দান্ত জয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করল নেপাল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করে নেপাল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৭৩ রান। তিন শুরুর ব্যাটার দ্রুত ফেরার পর ইনিংস সামলান আসিফ শেখ ও সন্দ্বীপ জরা। দুজন মিলে গড়েন শতরানের জুটি। সন্দ্বীপ ৬৩ রানে আউট হলেও আসিফ অপরাজিত থাকেন ৬৮ রানে (৪৭ বলে, ৮ চার, ২ ছক্কা)।

রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই হোঁচট খেতে থাকে। পাওয়ার প্লেতে তারা তোলে মাত্র ১৬ রান হারায় ২ উইকেট। একপর্যায়ে স্কোর দাঁড়ায় ৩৮/৪। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় ৮৩ রানে। কেবল জেসন হোল্ডার (২১) কিছুটা লড়াই করার চেষ্টা করেন।

নেপালের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবীয় ব্যাটাররা। মোহাম্মদ আদিল আলম একাই নেন ৪ উইকেট, ২৪ রান খরচায়। কুশল যোগ করেন আরও ৩টি।

এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল নেপাল। তৃতীয় ম্যাচটি এখন আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়