স্পোর্টস ডেস্ক :দুর্দান্ত পারফরমেন্স দেখালো ব্রাজিলিয়ান তারকা নেইমার, তিনি আবারো শিরোনামে উঠে এলেন, এবার সান্তোসের জার্সিতে। সিরি আ'র ম্যাচে জুভেনতুদকে ৩-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে চেনা ছন্দে ফেরার আভাস দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সৌদির ফুটবল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর থেকেই পারফরম্যান্সে পরিবর্তন আনার প্রত্যাশা ছিল নেইমারের ওপর। কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরেই কেটেছে তার অধিকাংশ সময়।
তবে এবার ধীরে ধীরে ছন্দে ফিরছেন তিনি। ২০২২ সালের আগস্টের পর এবারই প্রথম কোনো ক্লাব ম্যাচে জোড়া গোল করলেন নেইমার।
শুধু তাই নয়, গত ৩ বছরের মধ্যে এই প্রথম একটানা পাঁচটি পূর্ণ ম্যাচ খেললেন তিনি—যেটা তার ফিটনেস ও মানসিক দৃঢ়তারই ইঙ্গিত। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এটিই তার প্রথম জোড়া গোল, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে।
তখন ব্রাজিলের হয়ে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলের জয়ে তিনি দুইবার জালের দেখা পেয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে নেইমার ইনজুরির কারণে নিয়মিত ছিটকে পড়েছেন, যার ফলে মাঠে তার ধারাবাহিক উপস্থিতি ছিল না বললেই চলে। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের পর এই প্রথম তিনি পাঁচটি পূর্ণ ম্যাচ খেলতে পেরেছেন।
এবার তিনি শুধু নিজেকে নয়, সান্তোসকেও টেবিলের নিচের দিক থেকে তুলে আনতে চাইছেন। বর্তমানে দলটি ২০ দলের মধ্যে ১৫তম স্থানে রয়েছে, এবং আরও হার সইবার মতো অবস্থানে নেই।
নেইমার এখনো ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামেননি ২০২৩ সালের উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ার পর থেকে। আগামী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আগে তিনি নিজের ছন্দ ও ফিটনেস ধরে রাখতে মরিয়া।
নেইমার এ পর্যন্ত সিরি আ-তে ৯ ম্যাচে ৩টি গোল করেছেন। সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় আরও দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে তাকে। এক সময়ের ‘গেমচেঞ্জার’ হিসেবে পরিচিত নেইমার এখন সেই পুরনো ঝলক দেখাতে শুরু করেছেন—যা হয়তো সান্তোস ও ব্রাজিল, উভয়ের জন্যই আশার খবর।