শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট ও রাগবি বিশ্বকাপে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন রাইলি নর্টন

স্পোর্টস ডেস্ক : তারকা ক্রিকেটার রাই‌লি নর্টন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। বাইশ গজের সেই বোলিং অলরাউন্ডারের পরের ছবিটা রাগবির মাঠে দাপুটে পারফরম্যান্সের। 

প্রোটিয়াদের যুব রাগবি দলের অধিনায়কত্ব নিয়ে ২০২৫ বিশ্ব রাগবি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ দাপাচ্ছেন রাইলি নর্টন। যমুনা‌নিউজ

দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ দলে নর্টনের অভিষেক হয় ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে। প্রতিপক্ষ ছিল ভারত ও আফগানিস্তান। এরপর প্রোটিয়াদের মাটিতেই বসে ২০২৪ যুব বিশ্বকাপের আসর। সেমিফাইনাল থেকে বাদ পড়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সেই দলে খেলেছিলেন অলরাউন্ডার রাইলি নর্টন। সতীর্থ লুয়ান-দ্রে প্রিটোরিয়াস আর কেনা মাফাকার জাতীয় দলে অভিষেক হলেও, নর্টন হাঁটছেন ভিন্ন পথে।

এবারের অনূর্ধ্ব-২০ রাগবি চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলাই উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জেতার পর সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আফ্রিকানরা। আর প্রোটিয়াদের সেই দলটির নেতৃত্বে আছেন রাইলি নর্টন।

ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতালির ভেনিতোয় এ ম্যাচ জিতলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে দক্ষিণ আফ্রিকা। রাগবি ট্রফি উঁচিয়ে ধরে নতুন স্বপ্নের পথে একধাপ এগিয়ে যাবেন ১৯ বছর বয়সী রাইলি নর্টন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আন্তর্জাতিক রাগবি দলে নাম লেখানোর নজির পুরনো নয়। তবে নিজের দেশকে দুই ইভেন্টের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা দুর্লভ ঘটনা। নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন ২০০৩ সালে বিশ্বকাপ ক্রিকেট এবং ১৯৯৯ রাগবি বিশ্বকাপ দুটিতেই খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার রাইলি নর্টনের সামনেও সেই একই সুযোগ। বাইশগজের স্বপ্ন দূরে সরে গেলেও, রাগবি মাঠে চ্যাম্পিয়ন হয়ে নতুন স্বপ্ন ছুঁয়ে দেখার অপেক্ষায় রাইলি নর্টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়