শিরোনাম
◈ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন কিছু দলের আপত্তি? ◈ গডফাদার’ মন্তব্য ঘিরে উত্তেজনা: চকরিয়ায় এনসিপির বিরুদ্ধে বিএনপির তীব্র প্রতিক্রিয়া (ভিডিও) ◈ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল ◈ চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা: সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের ◈ অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না: মাহফুজ আলম ◈ জামায়াত আমির এখন কেমন আছেন? ◈ নতুন অস্ত্র? আকাশ থেকে কয়েক কোটি ভয়ানক মাছি ছাড়বে যুক্তরাষ্ট্র! (ভিডিও) ◈ ঢাকায় এসিসির সভা ভার‌তের স‌ঙ্গে বর্জন কর‌লো শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও ওমান ◈ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই: পরওয়ার ◈ গ্লোবাল সুপার লি‌গের ফাইনা‌লে গায়ানার কা‌ছে হে‌রে গে‌লো রংপুর রাইডা‌র্স

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সেপ্টেম্বরে নেপা‌লের বিরু‌দ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, হামজা ও সামিতকে দ‌লে পাওয়ার সম্ভাবনা কম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। তবে এই ম্যাচগুলোতে খেলা নিয়ে শঙ্কা রয়েছে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসিতে খেলা সামিত সোমের। 

লেস্টার সিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি সেপ্টেম্বরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।

অন্যদিকে, সামিত সোম কানাডার পেশাদার লিগে নিজের ক্লাবের লিগ ম্যাচে ব্যস্ত থাকবেন ওই সময়। ফলে তাকেও ছাড়াই প্রীতি ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।

বাংলাদেশ জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন গণমাধ্যমকে জানান,‘হামজা ও সামিতের দুজনেরই ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যস্ততা রয়েছে। সে কারণেই তারা এই দুটি ম্যাচ খেলতে আসতে নাও পারেন।’ তবে প্রীতি ম্যাচের দলে নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা প্রবাসী ফুটবলার কিউবা মিচেল ক্যাম্পে সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও জানায়নি জাতীয় দলের ক্যাম্প কবে থেকে শুরু হবে কিংবা অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতিও কবে শুরু হবে। তবে যেহেতু সেপ্টেম্বরে জাতীয় দল ও যুব দলের খেলা একসঙ্গে রয়েছে, তাই এশিয়ান গেমসে দায়িত্ব পালন করা কোচ হাভিয়ের কাবরেরার পরিবর্তে নতুন কোচ নিয়োগের কথাও শোনা যাচ্ছে।

নেপালের বিপক্ষে এই প্রীতি ম্যাচ দুটি মূলত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই ধরা হচ্ছে। তবে অভিজ্ঞ দুই প্রবাসী ফুটবলার খেলতে না পারলে তা অবশ্যই নিঃসন্দেহে একটি বড় ধাক্কা হবে বাংলাদেশ দলের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়