শিরোনাম
◈ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে ‘আরেকটি বিপ্লব’ এর আহ্বান সাদিক কায়েমের ◈ নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম ◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ ◈ উটের চোখের পানিতে যেভাবে নিষ্ক্রিয় ২৬টি সাপের বিষ! (ভিডিও) ◈ চিকিৎসার অভাবে মারা গেলেন তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট, খরচ তুলতে গিয়ে পরিবার পড়েছিল প্রতারণার ফাঁদে! ◈ বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : ২০২৪-২৫ ফুটবল মৌসুম ‌শেষ হ‌য়ে‌ছে ক্লাব বিশ্বকাপ দিয়ে। এখন অপেক্ষা নতুন মৌসুমের। এর মধ্যেই শুরু হয়ে গেছে দলগুলোর ব্যস্ততা। কেউ নিচ্ছে প্রাক মৌসুম প্রস্তুতি; কেউ আবার ব্যস্ত দল গঠনে। আর ফুটবল ভক্তরাও অধীর অপেক্ষায় দিন গুণছে মৌসুম শুরুর। যমুনা‌নিউজ

ববাবরের মতোই ২০ ক্লাব নিয়ে ১৫ আগস্ট শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ৩৪ তম আসর। তবে বেশ কিছু পরিবর্তন এসেছে এবারের আসরে। 

প্রিমিয়ার লিগের শুরু থেকেই থাকবে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির ব্যবহার। যা গত মৌসুমের শেষ দিকে ছিল। ২০২৫-২৬ প্রিমিয়ার লিগে বদলাচ্ছে অফিশিয়াল বল। নাইকের বদলে বল সরবরাহ করবে পুমা। আসন্ন আসরে নাম লিখিয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্দারল্যান্ড।

প্রিমিয়ার লিগের সাথে একই দিনে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুম। ২০ দলের এই লিগ চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। এবারের লা লিগায় নতুন মুখ হয়েছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো।

জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় ২০২৫–২৬ মৌসুম হতে চলেছে ৬৩তম আসর। ১৮টি দল নিয়ে ২২ আগস্ট বুন্দেসলিগা শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত। নতুন দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে এফসি কোলন ও হামবুর্গ।

প্রিমিয়ার লিগ ও লা লিগার সঙ্গে একই দিনে কিক অফের অপেক্ষায় ফরাসি লিগের ৮৮তম আসর। তবে সবার শেষে মাঠে গড়াচ্ছে ইতালিয়ান লিগ সিরি আর ১২৪তম আসর। ২৩ আগস্ট শুরু হওয়া ২০ দলের এই লিগ শেষ হবে ২৪ মে।

লিগের বাইরে ক্লাবগুলোর বড় ব্যস্ততা থাকে মহাদেশীয় প্রতিযোগিতা নিয়ে। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব শুরু হয়েছে ৮ জুলাই থেকে। ৩৬ দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর। চ্যাম্পিয়নস লিগের কয়েকদিন পর ২৪ সেপ্টেম্বর শুরু হবে উয়েফার দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লিগ। উয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগের চূড়ান্ত পর্ব শুরু হবে ২ অক্টোবর, চলবে ২০২৬ সালের ২৭ মে পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়