শিরোনাম
◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সির নতুন সিদ্ধান্ত আস‌ছে, পাঁচ দি‌নের টেস্ট হ‌বে চার‌দি‌নে,  বিশেষ ছাড় ভারতকে! 

স্পোর্টস ডেস্ক : বড়সড় বদল আসছে টেস্ট ক্রিকেটের  নিয়মে! সূত্রের খবর, টেস্টের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে আইসিসি। আগামী দিনে পাঁচদিন নয়, টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াতে পারে চারদিনে। বছরদুয়েকের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলেই ইঙ্গিত আইসিসির। তবে এই নিয়মেও ছাড় দেওয়া হতে পারে ভারতকে।

অপেক্ষাকৃত ছোট দেশগুলি যেন আরও বেশি সংখ্যায় টেস্ট সিরিজ খেলতে পারে, সেই কথা মাথায় রেখেই লাল বলের ক্রিকেটের সময় কমানোর বিষয়ে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, গত সপ্তাহে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়েই এই নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ প্রস্তাব দেন, এবার থেকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য চারদিনে নামিয়ে দেওয়া হোক। 

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচও সাড়ে তিনদিনের কমেই শেষ হয়েছে।-- দ‌্য গা‌র্ডিয়ান

টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কাটছাঁটের কথা ভাবছে আইসিসি। চ্যাম্পিয়ন হলেও খুব কম সদস্যের দল নিয়ে খেলতে এসেছিল প্রোটিয়ারা। রিপোর্টে দাবি করা হয়, অপেক্ষাকৃত ছোট দেশগুলি টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে এবং সময়ও অনেক বেশি লাগে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়। কিন্তু টেস্টের দৈর্ঘ্য যদি কমানো যায় তাহলে তিন সপ্তাহের মধ্যেই তিন টেস্টের সিরিজ খেলা যেতে পারে। চারদিনের টেস্ট হলে প্রত্যেকদিন ৯৮ ওভার খেলার পরিকল্পনা করছে আইসিসি।

তবে ভার‍ত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পাঁচদিনের টেস্ট খেলার অনুমতি দেওয়া হবে। কারণ বর্ডার-গাভাসকর ট্রফি, অ্যান্ডারসন-তেণ্ডুলকর, অ্যাশেজের মতো বিখ্যাত সিরিজ খেলে থাকে এই দলগুলি। তাই এই সিরিজের ফরম্যাট বদলাতে চাইছে না আইসিসি। তবে নতুন নিয়ম হয়তো কার্যকর হতে পারে ২০২৭-২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়