শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

৬ বছর পর স্পেন দ‌লে ফির‌লেন ইসকো, নেশন্স লিগের স্কোয়াডে ঘোষণা

স্পোর্টস ডেস্ক : জু‌নে উ‌য়েফা নেশন্স লি‌গের সে‌মিফাইনাল অনু‌ষ্ঠিত হ‌বে জার্মানির স্টুটগার্টে, সেমিফাইনাল সামনে রেখে স্পেন দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে দীর্ঘ ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন রিয়াল বেতিসের ৩৩ বছর বয়সী প্লেমেকার ইসকো।

২০১৩ সালে স্পেনের হয়ে অভিষেক হওয়ার পর ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত নিয়মিত মুখ ছিলেন ইসকো। কিন্তু রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ কমে যাওয়ায় তার ফর্মেও ভাটা পড়ে এবং জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। রিয়াল মাদ্রিদ ছেড়ে সেভিয়া এবং পরবর্তীতে রিয়াল বেতিসে যোগদানের পর ২০২৩ সাল থেকে ইসকো তার হারানো ছন্দ ফিরে পান। বিশেষ করে ম্যানুয়েল পেলেগ্রিনির আক্রমণাত্মক বেতিস দলে তিনি হয়ে উঠেছেন মূল ভরসা।

চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে বেতিসকে কনফারেন্স লিগ ফাইনালে পৌঁছে দেওয়ার পরই লুইস দে লা ফুয়েন্তের নজর কাড়েন ইসকো। কোচ দে লা ফুয়েন্তে ইসকোকে ফেরানোর কারণ ব্যাখ্যা করে বলেছেন,‘এটাই ছিল সঠিক সময় ইসকোকে ফেরানোর। ও আমাদের জন্য অনেক কিছু যোগ করবে—তা না হলে দলে থাকত না।’  জাতীয় দলে ফিরতে পেরে ইসকো নিজেও উচ্ছ্বসিত,‘অনেক বছর পর ফেরার অনুভূতি দারুণ। জাতীয় দলের হয়ে আবার খেলার সুযোগ পাওয়াটা গর্বের।

স্পেনের এই স্কোয়াডে রিয়াল মাদ্রিদের নতুন খেলোয়াড় ডিন হুইজেনের ডাক পেলেও জায়গা হয়নি রাউল অ্যাসেন্সিওর। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি, তবে বাদ পড়েছেন বার্সেলোনার আরেক ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ২০২৩ সালের পর দলে ফিরেছেন এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা গাভি।

চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকলেও অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচারের কারণে স্পেনের স্কোয়াডে জায়গা পাননি বার্সেলোনার তারকা ফেরান তোরেস। এছাড়াও লা লিগার অন্যতম সেরা গোলরক্ষক এস্পানিওলের হুয়ান গার্সিয়া, এয়োজে পেরেজ, ব্রায়ান জারাগোজা ও মার্ক কাসাদোও জায়গা পাননি। গোলরক্ষক হিসেবে উনাই সিমন, ডেভিড রায়া ও অ্যালেক্স রোমেরোর ওপরই আস্থা রেখেছেন দে লা ফুয়েন্তে।

স্পেনের স্কোয়াড:

গোলরক্ষক : উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল), অ্যালেক্স রোমেরো (রিয়াল সোসিয়েদাদ)।

ডিফেন্ডার : পেদ্রো পোরো (টটেনহ্যাম), অস্কার মিঙ্গুয়েজা (সেল্টা ভিগো), পাউ কুবারসি (বার্সেলোনা), রবিন লে নরম্যান্ড (অ্যাটলেটিকো মাদ্রিদ), দানি ভিভান (অ্যাথলেটিক বিলবাও), ডিন হুইজেন (রিয়াল মাদ্রিদ), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), মার্ক কুকুরেয়া (চেলসি)।

মিডফিল্ডার : মার্টিন জুবিমেন্দি (রিয়াল সোসিয়েদাদ), মিকেল মেরিনো (আর্সেনাল), পেদ্রি (বার্সেলোনা), গাভি (বার্সেলোনা), ফেরমিন লোপেজ (বার্সেলোনা), ইসকো (রিয়াল বেতিস), অ্যালেক্স বায়েনা (ভিয়ারিয়াল), ফাবিয়ান রুইজ (পিএসজি)।

ফরোয়ার্ড : লামিনে ইয়ামাল (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), দানি ওলমো (বার্সেলোনা), সামু আঘেহোয়া (এফসি পোর্তো), আলভারো মোরাতা (গ্যালাতসারে), মিকেল ওয়ারজেবাল (রিয়াল সোসিয়েদাদ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়