শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ ফুটবলার কিউবা মিচেলও বাংলাদেশি বংশোদ্ভুত, খেল‌বেন দে‌শের হ‌য়ে 

স্পোর্টস ডেস্ক ; এবার বাংলা‌দে‌শের হ‌য়ে ফুটবল খেল‌বেন ইং‌লিশ ফুটবলার কিউবা মি‌চেল, ডেনমার্ক থে‌কে আসা জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের ফুটবলে প্রবাসী খে‌ল্য়োড়‌দের আগমন। এরপর তারিক কাজী,  হামজা চৌধুরীরা দেশের ফুটবলে এসেছেন। তাদের পথ ধরে এবার বাংলাদেশের হয়ে খেলতে সম্মত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার কিউবা মিচেল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডাকে সবুজ সংকেত দিয়েছেন এই তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার।

১৯ বছর বয়সী কিউবার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। মিচেল আগ্রহ প্রকাশ করায় তাকে বাফুফে থেকে মেইল পাঠানো হয়েছিল। রোববার (২০ এপ্রিল) বিকেলে সেই মেইলের উত্তর দিয়েছেন তিনি। মিচেল জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছেন তিনি। বাফুফেকে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছেন  এই তরুণ ফুটবলার।  

বাফুফে এবং মিচেলের এজেন্ট আশা করছেন, আগামী মে’র মধ্যেই কিউবার বাংলাদেশের হয়ে খেলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আর সেটি করা গেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী জুনের ১০ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে তার। জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও মিচেলের মা বাংলাদেশি। তার বাবা জ্যামাইকান

২০২২ সালে ইংল্যান্ডের ক্লাবে বার্মিংহাম সিটিতে যুব ক্যারিয়ার শুরু হয় মিচেলের। এখন সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলছেন তিনি। কোন দেশের বয়সভিত্তিক বা জাতীয় দলে না খেলায় খুব কম প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে কিউবাকে দলে নেওয়া সম্ভব। মিচেলের আগে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সম্মতি দেন কানাডার প্রিমিয়ার লিগ ক্লাব ক্যাভালরির হয়ে খেলা সামিত সোমও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়