শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোটে কান্নায় ভেঙে পড়লেন নেইমার, ফের শঙ্কায় ফুটবল ভবিষ্যৎ

চোটের সঙ্গে নেইমারের সম্পর্কটা অনেক দিনের। সে সমস্যা আবার দেখা দিল। বুধবার আতলেতিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলার মাত্র ৩০ মিনিটের মাথায় তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, এবার তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে।

৩৩ বছর বয়সি নেইমার মাঠছাড়ার সময় বেশ কান্নায় ভেঙে পড়েন। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। তখন সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল। ৩৪ মিনিটে তাকে বদলি করা হয়।

মার্চে ব্রাজিলের ম্যাচ এবং সান্তোসের পাউলিস্তা সেমিফাইনালে করিন্থিয়ানসের বিপক্ষে খেলা হয়নি নেইমারের। সেবারও চোটের কারণে মিস করেন খেলাগুলো। তখন তার বাঁ ঊরুতে চোট ছিল। 

সে চোট কাটিয়ে আজই তিনি প্রথম একাদশে ফিরেছিলেন। তবে তার এই ফেরা ৩০ মিনিটও স্থায়ী হলো না। তার আগেই হ্যামস্ট্রিংয়ের চোট পথ আগলে দাঁড়াল নেইমারের।

তার আগেও তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে এসিএল আর মেনিসকাস ছিঁড়ে গিয়েছিল তার। সে কারণে আল হিলালে যোগ দেওয়ার পর ৭ ম্যাচেই আটকে যায় তার সৌদি-অভিযান।

নেইমার চলতি বছরের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে যোগ দেন। এখানেও চোট পিছু ছাড়েনি তার। 

এখন প্রশ্ন উঠেছে, নেইমারকে কি তাড়াহুড়া করে খেলানো হয়েছে? এই চোট তার ক্যারিয়ারের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়