শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌পিএসএ‌লে সেঞ্চুরির করায় পুরষ্কার দেয়া হ‌লো হেয়ার ড্রায়ার, ট্রলের বন্যা

স্পোর্টস ডেস্ক ; খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের জন্য  কখনও অর্থ, কখনও ট্রফি, আবার কখনও স্পন্সরদের সৌজন্যে বিভিন্ন সামগ্রী পান খেলোয়াড়রা। তবে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ঘটলো এক অভিনব ঘটনা। দুর্দান্ত সেঞ্চুরি করে নিজ দল করাচি কিংসকে জেতানোর পর ইংলিশ ব্যাটার জেমস ভিন্স পুরস্কার হিসেবে পেলেন একটি হেয়ার ড্রায়ার! আর এই কাণ্ড ঘটিয়েছে তার দল করাচি কিংস।

ঘটনাটি ঘটে শনিবার (১২ এপ্রিল) মুলতান সুলতানস বনাম করাচি কিংসের ম্যাচের পর। প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে মুলতান সুলতানস ২ উইকেটে ২৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে করাচি কিংসের জয়ের নায়ক বনে যান জেমস ভিন্স। মাত্র ৪৩ বল খেলে ১০১ রানের এক টর্নেডো ইনিংস উপহার দেন তিনি, যার সুবাদে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় করাচি। 

দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতানোয় স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছিলেন ভিন্স। তবে ম্যাচের পর ড্রেসিংরুমে তাকে দেয়া হয় এক ‘বিশেষ’ পুরস্কার। করাচি কিংসের পক্ষ থেকে ‘রিলায়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ’-এর খেতাব দেয়া হয় তাকে। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় একটি হেয়ার ড্রায়ার। করাচি কিংস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুরস্কার দেয়ার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় দলের সবাই ভিন্সের পারফরম্যান্সের প্রশংসা করছেন এবং তাকে এই অভিনব পুরস্কারটি দেয়া হচ্ছে।

এই ঘটনার ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই করাচি কিংসের এমন পুরস্কার নির্বাচন নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন।

অবশ্য, ক্রিকেট মাঠে এমন অদ্ভুত বা ভিন্নধর্মী পুরস্কার দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে বাংলাদেশের ঘরোয়া লিগ খেলতে এসে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার পেয়েছিলেন ইংলিশ ক্রিকেটার লুক রাইট। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ক্যারিবিয়ান ব্যাটার শেরফান রাদারফোর্ড পুরস্কার হিসেবে একখণ্ড জমিও জিতেছিলেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন হলো জেমস ভিন্সের হেয়ার ড্রায়ার প্রাপ্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়