শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল চলাকালে গেমরুমে জুয়া খেলা নিয়ে যা বললেন রামানদীপ

সতীর্থদের জুয়া খেলা নিয়ে বোমা ফাটালেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রামানদীপ সিং। আইপিএল চলাকালে গেমরুমে সতীর্থরা জুয়া খেলায় মেতে ওঠেন বলে এক পডকাস্টে জানিয়েছেন তিনি।

চলছে আইপিএলের ১৮তম আসর। গত বছর মাত্র ২০ লাখ রুপিতে কেনা রামানদীপকে এবার ৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ১৫ ম্যাচ আর চলতি মৌসুমে ইতোমধ্যে খেলেছেন ২ ম্যাচ। সব মিলিয়ে কলকাতার সতীর্থদের সঙ্গে ১৭ ম্যাচে ড্রেসিংরুম তো ভাগাভাগি করেছেন-ই, আসর চলাকালে ভাগাভাগি করা হচ্ছে টিম হোটেল, জিমন্যাশিয়াম, অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে সবকিছু।

২৭ বছর বয়সী এ ক্রিকেটার তাই খুব ভালো করেই জানেন সতীর্থদের। এক পডকাস্টে হাজির হয়ে ফাঁস করেছেন ভেতরের গোমরও। বলা চলে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। রামানদীপ জানান, তার সতীর্থদের অনেকেই জুয়া খেলেন। অর্থের অঙ্কটা আবার ২০ হাজার থেকে শুরু করে ১০ লাখ রুপি পর্যন্ত। তবে সেটা আইপিএলের কোনো ম্যাচে নয়, নিজেদের মধ্যে ভার্চুয়াল গেমে তারা একে অপরের সঙ্গে বাজিতে খেলেন। সাধারণত ফিফা ও পোকার গেমে তারা বাজি খেলে থাকেন।

পডকাস্টের উপস্থাপকের প্রশ্নের জবাবে রামানদীপ বলেন, ‘হ্যাঁ, আমরা একে অপরের সঙ্গে অনেক বাজি খেলি। সবাই অনেক ম্যাচ জেতে, অনেক ম্যাচ হারে। শ্রেয়াস অনেক ভালো ফিফা খেলে। বিবেক অনেক ভালো খেলে। তাদের কেউ হারাতে পারে না। তাদের সঙ্গে বাজি ধরা বোকামি। আমি বৈভব এবং শ্রেয়াসের সঙ্গে বাজি ধরতাম। নীতিশও ভালো খেলে। আমি তার সঙ্গেও বাজি ধরতাম।’

বাজির অঙ্ক কত পর্যন্ত যেত, এমন প্রশ্নে রামানদীপব বলেন, ‘২০-২৫ হাজার থেকে শুরু কেউ কেউ ১ লাখ পর্যন্ত বাজি ধরতো ফিফা গেমে। পোকারে আরও বেশি বাজি লাগে। সেখানে লাখ লাখ রুপির বাজি ধরা হয়।’শ্রেয়াস আইয়ার অবশ্য চলতি মৌসুমে নেই কলকাতা শিবিরে। এবার তিনি খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। নীতিশ রানাও ২০২৫ মৌসুমে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়