শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধূমপান করতে চাচ্ছেন তামিম, ডাক্তারের ‘না’ (ভিডিও)

চরম জীবনঝুঁকির মধ্যে পড়েছিলেন তামিম ইকবাল। একটু এদিক-সেদিক হলেই হতে পারতো মৃত্যু। সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাকের পর কেপিজে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে আছেন বাংলাদেশর সাবেক এই অধিনায়ক। ধকল সামলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এরই মধ্যে চিকিৎসকরা তাকে নিয়ে বিস্ফোরক এক তথ্যই দিলেন।

তামিম নাকি ধূমপান করতে চেয়েছেন। তবে চিকিৎসকরা তাকে ধূমপান ছাড়তে বলেছেন। যদিও তামিম আস্তে আস্তে এই অভ্যাস ছাড়তে চেয়েছেন। তবে শক্ত সিদ্ধান্ত চিকিৎসকের, এই অভ্যাস আর নয়। 

এভারকেয়ারে তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখন যেটা হবে, সেটা হলো পুনর্বাসন। ওর যে রিস্কগুলো আছে, সেটি কমানো। সে ধূমপায়ী। তাকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না।’

যদিও তামিমের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে আনায় চিকিৎসকও সমালোচিত হচ্ছেন। এদিকে, তামিমের জন্য নাকি মনোবিদও নিয়োগ করা হয়েছে। হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তিনি। তাই একজন মনোবিদের সঙ্গে কাজ করবেন সামনের দিনগুলোতে।

তামিম এভারকেয়ারে থাকলেও ঝুঁকি কমানোর জন্য তাাকে বিদেশে নেওয়া হতে পারে বলে গতকাল জানিয়েছেন তার চাচা আকরাম খান। তিনি বলেন, ‘আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও আছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়