শিরোনাম
◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফিল সিমন্স ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচ থাকছেন, চুক্তি সম্পন্ন

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য হেড কোচ হিসেবে ফিল সিমন্সের উপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে বছরের শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের এই কোচকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

৬১ বছর বয়সী এই কোচ গত বছর অক্টোবরের শুরুতে শান্ত-লিটনদের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন। সেই চুক্তির মেয়াদ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। সিমন্সের কোচিংয়ে সেবার দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজও খেলেছিল বাংলাদেশ।

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন সিমন্স। এরপর ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত আয়ারল্যান্ডের কোচ ছিলেন তিনি। তার অধীনে ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দারুণ সাফল্য পায় আইরিশরা।

সিমন্সের অধীনে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৮-১৯ সালে ছিলেন আফগানিস্তানের কোচ। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি সবশেষ ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ছিলেন।

চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে সিমন্স বলেন, “দীর্ঘমেয়াদে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা একসঙ্গে দুর্দান্ত কিছু অর্জন করতে পারি বলে আমি বিশ্বাস করি। সামনে চ্যালেঞ্জিং পথচলার অপেক্ষায় রয়েছি।

গত কয়েক মাসে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করাটা ছিল দারুণ উপভোগ্য। এই দলের শক্তি, প্রতিশ্রুতি ও সামর্থ্য অসাধারণ। আমি খেলোয়াড়দের সর্বোচ্চ দক্ষতায় পৌঁছাতে সাহায্য করতে মুখিয়ে আছি। নতুন মেয়াদে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন সিমন্স। আগামী ২০ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি মাঠে গড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়