শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে না পারায় নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের। নিগার সুলতানা জ্যোতিরা অবশ্য মাঠে নামবেন টুর্নামেন্টের দ্বিতীয় দিন। ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ থাইল্যান্ড।

বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৫ এপ্রিল স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে লড়াই করতে হবে জ্যোতি-নাহিদা আক্তারদের। লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে ১৭ এপ্রিল।  - ক্রিকফ্রেঞ্জি

হেইলি ম্যাথিউসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজ হেরেই সরাসরি নারী বিশ্বকাপ খেলা থেকে ছিটকে যায় বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ১৯ এপ্রিল ম্যাচটি হবে পাকিস্তান-বাংলাদেশ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড। মূল টুর্নামেন্টের আগে ৫ ও ৭ এপ্রিল প্রস্তুতি ম্যাচ খেলবে।.

রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুটি দল জায়গা করে নেবে ভারত বিশ্বকাপ। অক্টোবরে হতে যাওয়া নারী বিশ্বকাপে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এদিকে পাকিস্তান যদি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে তাহলে তারা ভারতে খেলতে যাবে না। তখন পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। 

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন এবং তাজ নেহার। পায়ের চোটের কারণে দলে নেই লতা ম-লও। সবশেষ নারী ডিপিএলে আলো ছড়িয়ে সুযোগ পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, ইশমা তানজিম এবং রিতু মনি। 

তাদের তিনজনের মধ্যে জান্নাতুল-রিতু স্কোয়াডে ফিরলেও প্রথমবার ডাক পেয়েছেন ইশমা। সর্বশেষ নারী ডিপিএলের চ্যাম্পিয়ন দল শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন জান্নাতুল এবং ইশমা। দলকে চ্যাম্পিয়ন করতে বল হাতে ২১ উইকেট নিয়েছেন স্পিনার সুমনা। তাঁরই সতীর্থ ইশমা ব্যাটিংয়ে আলো ছড়িয়ে ৭ ম্যাচে করেছেন ৩৩৬ রান। গুলশানের হয়ে ৮ ম্যাচে  ১৮ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬৩ রান করেন রিতু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়