শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের কাউকে ফাইনালের মঞ্চে না ডাকার ব্যাখ্যা দিলো আইসিসির প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ, তা কোনো উপায় ছিলো না সমাপনী অনুষ্ঠান দেখে। পুরস্কার বিতরণী মঞ্চে স্বাগতিক দেশের কাউকেই দেখা যায়নি। ফাইনালে পিসিবি সংশ্লিষ্ট কেউ যে উপস্থিত ছিলেন না, তেমনও নয়।

দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের শিরোপা জেতার ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির সিইও ও টুর্নামেন্ট পরিচালক সামির আহমেদ সৈয়দসহ আরও একজন। পুরস্কার বিতরণের সময়ও মাঠেই ছিলেন তারা। কিন্তু মঞ্চে কাউকে ডাকা হয়নি, ক্রিকেটারদের হাতে মেডেল তুলে দেয়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব দেবাজিত সাইকিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচাল রজার টোস। 

ফাইনালের মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার শোয়েব আখতার এবং ওয়াসিম আকরাম। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পিসিবিও বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ। এমন আচরণের জন্য তারা আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে বলেও জানা গেছে।

ঘটনা বেশিদূর এগোনোর আগেই সোমবার (১০ মার্চ) পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের কাছে এর ব্যাখ্যা দিয়েছে আইসিসির এক মুখপাত্র। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আইসিসির মুখপাত্র বলেন, পিসিবি প্রধানকে আমন্ত্রণ জানানো হলেও নিজের ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।  

তিনি আরও বলেন, এসব পুরস্কার বিতরণীতে আইসিসি শুধু বোর্ডের কর্তা ব্যক্তিদের ডেকে থাকে যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান অথবা সিইও। বোর্ডের অন্যান্য সদস্যরা মাঠে উপস্থিত থাকলেও তাদের ডাকা হয়  না।
পিসিবি কর্তা মহসীন নাকভীর কথা উল্লেখ করলেও নিজের বক্তব্যে পিসিবির সিইও সামির আহমেদ সৈয়দকে না ডাকার কোনো ব্যাখ্যা দেননি আইসিসির সেই মুখপাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়