শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় বছরের মতো টুর্নামেন্ট শুরুর আগে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক। ফলে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়তে পারেন ইংল্যান্ডের এই ব্যাটার।

গত নভেম্বরে মেগা নিলাম থেকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, এবারের আইপিএলে ব্রুকের না খেলার বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) গত সপ্তাহে জানিয়ে দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন ব্রুক নিজেও। মূলত ইংল্যান্ড দলের হয়ে প্রস্তুতি নিতেই এবার সরে দাঁড়াচ্ছেন তিনি। এর আগে দাদীর মৃত্যুর কারণে ২০২৪ সালের আসর শুরুর ১০ দিন আগে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন ব্রুক। সেবারও তার দিল্লির হয়ে খেলা কথা ছিল।

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, মৌসুম শুরুর আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে সংশ্লিষ্ট খেলোয়াড় পরবর্তী দুই বছরের জন্য আইপিএল ও নিলামে অংশ নিতে পারবেন না।  বিবৃতিতে ব্রুক বলেন, আমি আইপিএল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, সবাই এটা বুঝবে না এবং তারা বুঝবে বলে আমি আশাও করছি না। তবে আমাকে সেটাই করতে হবে যেটা বিশ্বাস করি সঠিক এবং তা হলো দেশের হয়ে খেলা আমার জন্য সবার আগে থাকবে।

আমি আন্তরিকভাবে দিল্লি ক্যাপিটালস ও তাদের ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আগামী মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে নিজেদের ব্যস্ত মৌসুম শুরু করবে ইংল্যান্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। সেই সিরিজের পর জুনে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ইংলিশরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়