শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইস

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা ‘আইসিসি’র প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন জিওফ অ্যালারডাইস। তিনি চার বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেন। নতুন চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নেন। ২০২০ সালে মানু সাহনি সাময়িক বরখাস্ত হওয়ার পর অ্যালারডাইস দায়িত্ব নেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে পূর্ণকালীন সিইও হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। - ক্রিকইনফো

আইসিসিতে ২০১২ সাল থেকে কাজ করা অ্যালারডাইস শুরুতে জেনারেল ম্যানেজার (ক্রিকেট) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ায় কাজ করেছেন। আইসিসি সিইও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্রিকেটের বৈশ্বিক প্রসার এবং আইসিসি সদস্যদের জন্য একটি শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অ্যালারডাইস এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। ক্রিকেটের বৈশ্বিক প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য একটি শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরি করতে আমি গর্বিত।’ তিনি আরও বলেন, ‘আইসিসি এবং বৈশ্বিক ক্রিকেট সম্প্রদায়ের জন্য আমি শুভকামনা জানাই।’

অ্যালারডাইসের পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শাহ, যিনি বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি, ১ ডিসেম্বর গ্রেগ বার্কলের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ বলেন, ‘জিওফের নেতৃত্ব ও প্রতিশ্রুতির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার প্রচেষ্টা ক্রিকেটকে বৈশ্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

জেনারেল ম্যানেজার হিসেবে অ্যালারডাইসের উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল- ডিআরএস নিয়ে বিসিসিআইয়ের প্রাথমিক উদ্বেগ কাটিয়ে এটিকে আন্তর্জাতিক ক্রিকেটে মানদ- হিসেবে প্রতিষ্ঠা করা, অবৈধ বোলিং অ্যাকশন প্রক্রিয়া মানসম্মত করা ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই সুপার লিগ তৈরি করা।

২০২১ সালে সিইও হিসেবে দায়িত্ব নেয়ার সময় ক্রিকেট কোভিড-১৯ মহামারি থেকে বের হওয়ার কঠিন সময় পার করছিল। তার অন্যতম বড় সাফল্য ছিল ক্রিকেটকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করা। এছাড়া, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আইসিসি বিশ্ব ইভেন্ট আয়োজন করা, যদিও সেই টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা চলছে।
আইসিসি জানিয়েছে, বোর্ড শিগগিরই তার উত্তরসূরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করবে। তবে অ্যালারডাইস চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবেন কিনা, তা এখনো পরিষ্কার নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়