শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের সামনে দাঁড়াতে পারলো না বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে গিয়ে বাংলাদেশ নারী দলের লেজেগোবরে অবস্থা। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তা পেলো না। সুমাইয়া আক্তার-সাদিয়া আক্তারদের দেওয়া ৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট ও ৭৭ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ভারত।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জুনিয়র টাইগ্রেসদের হয়ে মাত্র দুই জন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। অধিনায়ক সুমাইয়া আক্তার ২৯ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন। জান্নাতুল মাওয়া খেলেছেন ২০ বলে ১৪ রানের ইনিংস। সাদিয়া আক্তার রানের খাতা খুলতেই পারেননি। বাকি সবাই আউট হয়েছেন এক অঙ্কের ঘরেই।

ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন বৈসনবী শর্মা। একটি করে উইকেট নিয়েছেন সবনাম শাকিল, জশিথা ও গঙ্গাদি তৃষ্ঞা।

রান তাড়ায় ভারতকে উড়ন্ত শুরু এনে দেন গঙ্গাদি। কামালিনী ৫ বলে ৩ রান করে ফিরলেও তিনি বাংলাদেশের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন। ৩১ বলে ৮ বাউন্ডারিতে ৪০ রান করে থামেন তিনি।

গঙ্গাদি ফেরার পর নিকি প্রাসাদকে নিয়ে বাকি কাজটুকু সারেন সানিকা চালকে। ৫ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন তিনি। প্রাসাদ অপরাজিত ছিলেন ৫ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়