শিরোনাম
◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারুণ এক জয়ে বছর শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুতে সমর্থকদের দারুণ একটি ম্যাচ উপহার দিলো বার্সেলোনা। অথচ এই দলটি চলতি মৌসুমের শুরুতে আধিপত্য দেখিয়ে খেললেও ২০২৪ সালের শেষ দিকে ছন্দ পতন হয় বার্সেলোনার। লা লিগায় সবশেষ তিন ম্যাচেই তারা জয় পায়নি, হেরেছে দুটিতে। তবে ২০২৫ সালে নতুন উদ্যমে শুরু হলো কাতালানদের। বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত— জয় পেয়েছে বার্সেলোনা। 

স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে শনিবার (৪ জানুয়ারি) চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বার্বাস্ত্রোকে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে বার্সা বার্বাস্ত্রোকে ৪-০ গোলে হারিয়েছে।

নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে প্রতিপক্ষকে একের পর এক আক্রমণে শুরু থেকেই চেপে ধরে বার্সেলোনা। এগিয়ে যেতে বেশি সময়ও নেয়নি তারা। ২১তম মিনিটে ডি ইয়ংয়ের ক্রস আরাউজোর হেডে বল চলে যায় এরিক গার্সিয়ার কাছে। তা পেয়ে হেডে গোল করেন এই ডিফেন্ডার।

ম্যাচের ৩১তম মিনিটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তোরের ফ্রি কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে করে আরও দুই গোল।

৪৭তম মিনিটে আবারও তোরে-লেভা জুটি। তোরের পাস পেয়ে ঠা-া মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। আর ৫৬তম মিনিটে তোরে নিজেই গোল করে স্কোরলাইন ৪-০ করেন। নিজেদের পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়