শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচীন টেন্ডুলকারের প্রশংসায় তারকাখ্যাতি পেলেন সুশীলা মিনা

স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগেও ছোট্ট মেয়েটিকে কেউ চিনতো না। ভারতের রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলে অচেনা সাধারণ জীবন যাপন করতো সে। জানতো না, তারকাখ্যাতি কাকে বলে। কিন্তু সেই মেয়েটির জীবনে এখন বইছে পরিবর্তনের হাওয়া। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের শেয়ার করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে তাকে। বলছি, দশ বছর বয়সী সুশীলা মিনার কথা।

পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করা এই শিক্ষার্থীর বোলিং অ্যাকশন হুবহু দেশটির সাবেক পেসার জহির খানের মতো। বোলিং অ্যাকশন তো বটেই, এমনকি বল ছাড়ার আগ মূহুর্তের লাফেও জহির খানের সঙ্গে দারুণ মিল রয়েছে মিনার। -যমুনা নিউজ

খালি পায়ে দৌঁড়ে সুশীলার বোলিংয়ের একটি ভিডিও সর্বপ্রথম ইনস্টাগ্রামে পোস্ট করেন সুশীলার কোচ ঈশ্বর আমালিয়া। সামাজিকমাধ্যমে সেটি ভাইরাল হয়। এরপর স¤প্রতি শচীন টেন্ডুলকার এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি পোস্ট করেন।

পোস্টের ক্যাপশনে ক্রিকেট কিংবদন্তি লেখেন– মসৃণ, সাবলীল, এমন বোলিং দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। সুশীলা মিনার বোলিং অ্যাকশনে তোমার (জহির খান) ছায়া রয়েছে। তুমিও কি তা দেখতে পাচ্ছো? পোস্টে জহির খানকে ট্যাগ করেন টেন্ডুলকার।

শচীনের পোস্ট করা ভিডিওটি অল্প সময়ের মধ্যে ছড়িয়ে যায় আরও বেশি মানুষের কাছে। ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে এবং বারো হাজারের বেশি শেয়ার হয়। কিন্তু মজার বিষয় হলো- যিনি মেয়েটিকে দুনিয়াজুড়ে বিখ্যাত করে দিয়েছেন, সেই শচীনকে মিনা চিনতে পারেনি!

এ বিষয়ে সুশীলা বলে, আমি জানি না, শচীন টেন্ডুলকার কে? কেন ক্রিকেট আইকনকে মিনা চেনে না, তার ব্যাখ্যাও দেয়া হয়। কারণ, তার বাসায় কোনো টেলিভিশন নেই এবং সে কখনও ক্রিকেট দেখেওনি। মিনা জানায়, সে শচীনের কাছে কৃতজ্ঞ।

রাজস্থানের এই কিশোরীর বোলিং অ্যাকশন দেখে শচীন যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি ভারতীয় প্রাক্তন পেসার জহির খানও তাকে নিয়ে নিজের উচ্ছ¡াস জানিয়েছেন।
জহির খান বলেন, আপনি (শচীন) একেবারে ঠিক বলেছেন। আমি পুরোপুরি সহমত পোষণ করছি আপনার সঙ্গে। ওর অ্যাকশন মসৃণ আর দেখেও খুব ভালো লাগছে। ক্রিকেটের প্রতি এখনই মেয়েটির নিবেদন দারুণভাবে ফুটে উঠেছে।

তবে শচীনের পোস্টের পর সুশীলার জীবনের মোড় ঘুরে গেছে। যে মেয়েটির জন্ম দরিদ্র একটি পরিবারে, সে এখন সকলের কাছে পরিচিত ও প্রশংসিত। ছোট্ট মিনা এখন জগৎবিখ্যাত। রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজকর্মী, দূরের-কাছের স্বজন; সবাই এখন তার সঙ্গে ‘সেলফি’ তুলতে আগ্রহী। মিনা যে এখন খুদে ক্রিকেট তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়